আপনজন ডেস্ক: শুক্রবার বিধানসভা অধিবেশন শেষে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীকে বিশেষভাবে সম্বর্ধনা দিল আমানাত ফাউন্ডেশন। আমানত ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম মন্ত্রীর হাতে মেমেন্টো তুলে দিয়ে তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।
এই সময় উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রীর আপ্ত সহায়ক যুলফিকার হাসান আমানত ফাউন্ডেশন-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ শোয়েব এবং শাহিদ হোসেন প্রমুখ।
মন্ত্রীর সঙ্গে আমানত ফাউন্ডেশনের কোভিড প্রতিরোধ কর্মসূচি সম্পর্কে আলোচনা হয়। ধর্মীয় ব্যক্তিত্ব ও সংগঠনগুলোর সহযোগিতায় সারা রাজ্য জুড়ে সচেতনতা অভিযান পরিচালনা করার বিষয়ে মন্ত্রীকে অবহিত করান হয় এবং দফতরের সহযোগিতা আহ্বান করা হয়। মন্ত্রী গোলাম রব্বানী সাহেব জানান, যে অনেকদিন থেকেই আমি আমানত ফাউন্ডেশন সম্পর্কে জানি। তারা বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজ করে চলেছে। এছাড়া ইউনিসেফ-এর সহযোগী সংস্থা হিসেবে পোলিও দূরীকরণ অভিযানে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। যুলফিকার হাসান বলেন, আমানত ফাউন্ডেশন পশ্চিমবাংলায় খুব বড় মাপের এনজিও তাদের কাজ সারা রাজ্য জুড়ে বিস্তৃত আছে। এ প্রসঙ্গে শাহ আলম মন্ত্রীর কাছে আবেদন রাখেন যে, জেলা স্তরে সংখ্যালঘু বিষয়ক আধিকারিক বা ডোমা এবং জেলা ও ব্লক স্তরের ইমাম যাঁরা আছেন তাঁরা যাতে মানুষের মধ্যে বিভিন্ন রোগব্যাধি এবং বিশেষত করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন সেটা যদি সংখ্যালঘু দপ্তর-এর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয় তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং এব্যাপারে মন্ত্রীর সদর্থক আশ্বাস লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, পোলিও টিকাকরণ সহ রাজ্যের স্বাস্থ্য উন্নয়নে দীর্ঘদিন দরে নানা সমাজসেবামূলক কাজ করে াাসছে আমানত ফাউন্ডেশন। বিশেষ করে ইউনিসেফের সহযোগিতায় আমানত পোলিও টিকাকরণ কর্মসূচিতে এক উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct