এহসানুল হক, বসিরহাট: দিনের পর দিন পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে কেন্দ্র সরকারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী চলছে লাগাতার। রাজ্য শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাহীনতা ও শোষণ নীতির ফলে অর্থনৈতিক দেউলিয়াপনায় পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বসিরহাটের সীমান্তবর্তী এলাকা ইটিন্ডা কলবারি এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অভিনব ভাবে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
এদিনের এই মিছিলে সেখানে উপস্থিত ছিলেন বসিরহাট-১ ব্লক তৃনমূল কংগ্রেসের পূর্ত কর্মাধ্যক্ষ শফিকুল দফাদার, এলাকার প্রধান উপপ্রধান কর্মী-সমর্থকরাও দিন উপস্থিত ছিলেন। এদিনের মিছিল পানিতর ও গাছ আখারপুর পঞ্চায়েতে এলাকায় থেকে প্রায় কয়েশো তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এদিনের এই প্রতিবাদ মিছিল শেষে আহ্বায়ক শফিকুল দফাদার বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের অনৈতিক ভাবে পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা জেলার পাশপাশি বসিরহাট কেন্দ্রের বিজেপি সরকারের এহেন সিদ্ধান্তের প্রতিবাদের এই মিছিল। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে।
এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে । এর ফলে হয়রানির শিকার হতে হচ্চে সাধারণ মানুষকে। অবিলম্বে পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর কথাও বলেন তিনি।
এদিন তিনি বলেন করোনার আবহে বিভিন্ন জায়গায় রক্ত সংকট দেখা দিয়েছে সেই রক্ত সংকট মেটাতে গাছ আখারপুর পঞ্চায়েতের উদ্যোগে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি গত এক তারিখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct