আজিম সেখ, রামপুরহাট: অভাবের তাড়নায় বীরভূমের নলহাটি থানার নোয়াপাড়া গ্রাম থেকে হাওড়ার জয়পুর থানা এলাকার ঝামটিয়ার ধরমপোতা গ্রামে কাজ করতে গেছিলেন জাকির সেখ (৩২), সেখ আলামীন (২৫), সাবির সেখ (৩৫)। পেশায় নির্মাণ শ্রমিক এই তিন যুবক গত আটমাস ধরে ঐ এলাকার একটি নির্মীয়মান বহুতলে কাজ করছিলেন।
সেই বহুতলে ২০ দিন আগে একটি পায়খানার চেম্বার তৈরি হয়। গত মঙ্গলবার সেই চেম্বারের সেন্টারিং খুলতে গিয়ে বিপত্তি বাঁধে। ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন তরতাজা যুবক আর সেখান থেকে ফিরতে পারেন নি। তিন জনেরই মৃত্যু ঘটে। প্রত্যেকেরই পারিবারিক অবস্থা অত্যন্ত শোচনীয়। জাকির সেখের দুই যমজ সন্তান আরমান ও রহমানকে নিয়ে তাঁর স্ত্রী দুলালি খাতুন (২৭) আজ অসহায়। বাকি দিন গুলো কিভাবে কাটবে ভেবে পাচ্ছেন না।
আলামিন সেখের দুই কন্যাসন্তান। আনিশা আর জিনিয়া। একজনের বয়স ৪, আর একজনের ৩। তাঁর বছর কুড়ির স্ত্রী জারিকা খাতুন খবরটি শোনার পর থেকেই বারবার সংজ্ঞাহীন হয়ে পড়ছেন। আর সাবির সেখের বড় মেয়ে সাবিনা এ বছর মাধ্যমিক দিয়েছে। ছোট মেয়ে সাবনুর অষ্টম শ্রেনিতে পড়ে। ছেলে আলিফ ষষ্ঠ শ্রেণিতে। স্ত্রী, ছেলেমেয়ে, মা ও শাশুড়ীমা সবাইকে নিয়ে অভাবের সংসার ছিল সাবিরের। সব যেন শেষ হয়ে গেল!
এরা প্রত্যেকেই ছিল পরিবারের একমাত্র রোজগেরে। এমন আকস্মাৎ দূর্ঘটনায় পরিবার গুলি অকুলপাথারে ভেসে গেল। পেটের জ্বালা এমনই যে জীবন সংসয় আছে এমন কাজ প্রায় বাধ্য হয়ে করতে হয় এদের। নাগরিক হয়েও তারা যেন অন্য গ্রহের বাসিন্দা। জীবনসুরক্ষার আওতা থেকে শত যোজন দূরে যেন তাদের অবস্থান। দেশ গড়ার কারিগর এই মানুষগুলোর প্রতি অবহেলার চরম সীমায় পৌঁছে গেছি আমরা।ওদের জীবনের মূল্য আমরা এতটাই কম দিই যে শুধুমাত্র ক্ষমতা আর অর্থের জোরে ঝুঁকিপূর্ণ কাজে ওদের নামিয়ে দিই। কিন্তু জীবনের দায়িত্ব আমরা নিই না। এতটাই পাষন্ড আমরা!
এই শ্রমজীবি মানুষেরা আমাদের প্রতিনিয়ত ঋণী করে চলেছে। তাদের ঋণ শোধ করার দায় রয়েছে আমাদের। আসুন না, এই বিপদের দিনে একটু ওদের ঋণ শোধ করি। তাতে যদি কনামাত্র প্রায়শ্চিত্ত হয় আমাদের।
প্রশাসনও নীরব এই ঘটনায়। আমরা বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে দাবি করছি যাতে তিন মৃতের পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও তাদের স্ত্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। দাবি পূরণ না হলে শ্রমজীবি মানুষের জীবনসুরক্ষার দাবিতে জোরালো আন্দোলনে নামব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct