আপনজন ডেস্ক: প্রাক্তন ব্রিটিশ রাজা ও রাণীদের মূর্তি অপমানের বিরুদ্ধে আইন প্রণয়নের সময় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা জন্য শাস্তি প্রণয়নের দাবি করেছেন ব্রিটিশ মুসলিম নারী সংসদ সদস্য নাজ শাহ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি কানাডার আদিবাসী শিশুদের বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায়।
ব্রিটিশ কলাম্বিয়া এবং সাসকাচোয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া আদিবাসীদের জন্য স্থাপিত আবাসিক স্কুলে এক হাজারের মতো শিশুর গণকবরের সন্ধান পাওয়া যায়। এতে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ক্ষোভের জেরে কানাডায় বিক্ষুব্ধ জনতা উইনিপেগ শহরে স্থাপিত রানী ভিক্টোরিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্য উপড়ে ফেলেছেন। এবং তার উপরে কালি লাগিয়ে দেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘটনাকে ব্রিটিশ রাজা ও রানীদের মূর্তির সাথে অবমাননা হিসেবে গণ্য করেছেন। এজাতীয় সম্মানহানিকর ঘটনার জন্য বৃটিশ পার্লামেন্টে অপরাধীদের ১০ বছরের কারাদণ্ডের আইন পাস করা হয়েছে। এ সময় মুসলিম নারী সংসদ সদস্য নাজ শাহ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি অবমাননার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, শুধু ব্রিটিশ রাজা, রানীর মূর্তির ব্যাপারই নয় বরং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম-এর অবমাননা করা হলেও শাস্তির ব্যবস্থা করতে হবে। নাজ শাহ ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্য করে বলেন, যেভাবে আপনাদের কাছে আপনাদের রাজা,-রাণীদের মুক্তি পছন্দনীয় ও সম্মানের, আমাদের কাছে তার থেকেও কয়েক গুণ বেশি প্রিয় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাই আমাদের আবেগ ও ভালবাসাকে মূল্যায়ন করে ইউরোপে বারবার প্রকাশিত ইসলামফোবিয়া ও নবীজি সা.-এর অবমাননার ঘটনাগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া উচিত।
লেবার পার্টির এই নেত্রী আরো বলেন, অনেকেই বলে থাকেন এটা তো মাত্র একটা কার্টুন যা কাগজে আঁকা হয়েছে, তাই আমিও বলতে চাই কানাডায় অবমাননা করা মূর্তিগুলো তো কোন জীবিত রাজা, রানী নয়; সেটাও মাটি কাদা দিয়ে তৈরি একটি মূর্তি মাত্র।
এ সময় এমপি নাজ শাহ প্রশ্ন তুলে বলেন, ২ বিলিয়ন মুসলমানের হৃদয়ের ক্ষত বন্ধের আইন কবে পাস হবে? আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে প্রতিনিয়ত কত কিছুই না বলা হচ্ছে, এতে আমাদের হৃদয়ে যেই রক্তক্ষরণ হয়,তার প্রতিকার কবে হবে? মনে রাখবেন একজন মুসলমান তার জীবন, সম্পদ ও সম্মানের থেকেও বেশি ভালোবাসেন নবীজি সা.কে। তাই তার প্রতি অবমাননার বিরুদ্ধে আইন প্রণয়ন খুবই জরুরি। তাহলে ইসলামফোবিয়া রোখ সম্ভব হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct