রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভা কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ করতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। কি ভাবে বাল্য বিবাহ বন্ধ করা হয়, এবং কি ভাবে ফলো আপ করে থাকেন সেই সব আলোচনা করলেন। রাজ্য নারী ও সমাজ কল্যাণ দপ্তর এর তিন সদস্য অধিকারিক পরিদর্শনে এসে জানিয়েছেন বাল্য বিবাহ একটি সামাজিক অন্যায় একে প্রতিহত করুন, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। বাল্য বিবাহ একটি মারাত্মক সমস্যা৷ ৷ বাল্য বিবাহ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স নুন্যতম একুশ এবং মেয়েদের বয়স আঠারো হওয়া বাধ্যতামূলক৷ অশিক্ষা, দারিদ্র, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারনে এ আইনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ হয়ে আসছে৷ প্রতিরোধ করতে হবে সকলকে একসঙ্গে বলে জানালেন ডেপুটি সেক্রেটারি সমাজ কল্যাণ ডঃ কাকলি মুখার্জি। রাজ্যের প্রতিনিধিরা কন্যাশ্রী দের কাজ করার সুবিধা অসুবিধার কথা জানলেন জানার পর তিনি বলেন তাদের সমস্যার কথা উচ্চতরের আধিকারিকদের কাছে পৌঁছে দিবো।
অ্যাডিশনাল ক্রাইম ডঃ দেবাঞ্জনা বলেন হরিহরপাড়া ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, কন্যাশ্রীর যোদ্ধা, জনপ্রতিনিধিরা এবং স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা সবাই একসঙ্গে ভালো কাজ করেন। রাজ্যের প্রতিনিধিরা কন্যাশ্রী দের সঙ্গে দেখা করায় খুশি কন্যাশ্রী যোদ্ধারা।
এদিন উপস্থিত ছিলেন ডেপুটি সেক্রেটারি সমাজকল্যাণ ডঃ কাকলি মুখার্জি, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার কন্যাশ্রী শাস্বতী চক্রবর্তী, অ্যাডিশনাল ক্রাইম ডঃ দেবাঞ্জনা, বিডিও রাজা ভৌমিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সর্গীজা বিবি, আইসি অমিত নন্দী, ব্লক স্বাস্থ্য আধিকারিক আজিজুল লস্কর, জয়েন্ট বিডিও বিধান মৃধা, বিশিষ্ট সমাজসেবী জয়নাল আবেদীন, ব্লক সমাজ কল্যাণ আধিকারিক শ্যামসুন্দর মন্ডল, সিনির ব্লক কো-অর্ডিনেটর জাকিরন বিবি, পঞ্চায়েত প্রধান, কন্যাশ্রী যোদ্ধা সহ অন্যান্য আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct