অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: টাকা ফেরতের দাবিতে চিটফান্ড এজেন্ট ও আমানতকারীদের পথ অবরোধ। জানা গিয়েছে, চিটফান্ড কাণ্ডের দ্রুত মামলা শেষ করে টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত হিলি মোড় এলাকায় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অল বেঙ্গল চিটফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যরা।
তাদের দাবি , হাইকোর্টের নির্দেশ মোতাবেক দ্রুত আমানতকারী এবং এজেন্ট দের টাকা ফেরত দিতে হবে। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। অবরোধের পাশাপাশি আর্য সমিতি এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোবের সামিল হন সংগঠনের সদস্যরা।এছাড়াও কেন্দ্রীয় সরকারের এজেন্ট বিরোধী যে খসড়া রয়েছে সেই প্রতীকী খসড়া পুড়িয়ে বিক্ষোভ শামিল হন এজেন্টরা।
এ বিষয়ে এক বিক্ষোভ প্রদর্শন করে জানান, আমরা গোটা সপ্তাহজুড়ে অল বেঙ্গল চিট ফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্তের নির্দেশে দিবস পালন করছি ।কোটি কোটি মানুষের স্বার্থে যাতে আমাদের টাকা অবলম্বী ফেরত দেয়া হয়। সে কারণে আমরা দাবি দিবস পালন করছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে । তার সাথে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এজেন্ট বিরোধী আইনের খসড়া পুড়িয়ে আমরা প্রতিবাদ জানালাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct