আপনজন ডেস্ক: প্রথম আরব মহিলা নভোচারী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন নোরা আল-মাতরোশি। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এই মহিলা ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করেছেন। হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে বেছে নেওয়া দু’জন আমিরাতির একজন তিনি। সৌদি ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এই সংবাদ জানিয়েছে। আরব নিউজে প্রকাশিত খবরে বলা হয়েছে, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ২৮ বছর বয়সী নোরা আল-মাতরোশি। তিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন মহাকাশে যাওয়ার। শারজার এই বাসিন্দা স্কুলে থাকাকালীনই গ্রহ এবং তারকারাজী সম্পর্কে পড়াশোনা করেন।
দেশটিতে তখন মহাকাশ মিশনের কোনো পরিকল্পনা না থাকলেও তিনি আশা করেছিলেন, একদিন ঠিকই মহাকাশ ভ্রমণের সুযোগ পাবেন। নোরা আল-মাতরোশি বলেন, তার মায়ের পরিবারের প্রায় সবাই নাবিক। আমি বলব যে, তারা মহাসাগর অন্বেষণ করেছে। গ্রীক ভাষায় ‘নভোচারী’ শব্দটির অর্থ ‘তারকা নাবিক’।
আমিরাতি অন্য নভোচারী হলেন ৩৩ বছর বয়সী মোহাম্মদ আল-মুল্লা। চলতি বছরের শেষে তিনি ও মাতরোশি প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের নাসার জনসন মহাকাশ সেন্টারে যাবেন। তারা বর্তমানে মহাকাশচারীদের আমিরাতি সহকারী সুলতান আল-নেয়াদি এবং হাজজা আল-মনসুরির সঙ্গে যোগ দিয়েছেন। দুবাইয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিচ্ছেন এবং রুশ ভাষা ও উড়ানের পাঠ নিচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct