আপনজন ডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথে বল পায়ে মাঠ মাতিয়েছেন গারিঞ্চা, পেলে, ম্যারাডোনা, বাতিস্তুতাদের মতো কিংবদন্তির খেলোয়াড়রা। যাদের নান্দনিক ফুটবল কেড়ে নিয়েছে বিশ্বের কোটি কোটি ভক্তের মন। সেই ধারাবাহিকতায় মেসি-নেইমারদের নিয়েও উত্তেজনা তুঙ্গে। আরো একটি সুপার ক্লাসিকোর মঞ্চ তৈরি।
এবারের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে খেলা শুরু রোববার সকালে আন্তর্জাতিক ফুটবলে ১০৭ সাক্ষাতে আর্জেন্টিনার চেয়ে পাঁচ ম্যাচ বেশি জয় ব্রাজিলের। সেলেসাওদের ৪৩ জয়ের বিপরীতে আলবিসেলেস্তেদের জয় ৩৮টি। দু’দলের ২৫ ম্যাচ ড্র।
বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে দুইবার। তবে মহাদেশীয় ফুটবলের শীর্ষ আসর কোপা আমেরিকায় বেশ সফল আর্জেন্টিনা। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি শিরোপা রয়েছে আলবিসেলেস্তেদের শো-কেসে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের শিরোপা সংখ্যা ৮টি। আসরে সর্বাধিক ১৫টি শিরোপার রেকর্ড উরুগুয়ের। তবে ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জ্বলজ্বলে ইতিহাস ব্রাজিলের। ফাইনালে চার দেখায় তিনবারই আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct