আপনজন ডেস্ক: গ্রেফতার দুই ভারতীয় সেনা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র হয়ে গুপ্তচরবৃত্তি করার অপরাধে ওই দুই সেনাকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। গ্রেফতার হওয়া দুই সেনা কর্তার নাম হরপ্রীত সিং (২৩) এবং গুরভেজ সিং (২৩)। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে মামলা হয়েছে। পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার দুই সেনার বাড়ি অমৃতসরের চেচা গ্রামে। এর মধ্যে হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে কর্মরত ছিলেন। পাঞ্জাব পুলিশের দাবি, গত কয়েক মাসে আইএসআই-এর কাছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে অজস্র নথি পাচার করেছে ওই দুই জওয়ান। আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজে রাজি হয়েছিল হরপ্রীত সিং। পরে বন্ধু গুরভেজ সিংকেও এই গুপ্তচরবৃত্তিতে নিয়ে আসে। গুরভেজ সিং কারগিলের ১২১ পদাতিক ব্রিগেড সদর দফতরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিল। সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত ও টেকনিক্যাল তথ্য থাকার নথির জায়গায় প্রবেশাধিকার ছিল তার। গুরভেজ সেনাবাহিনীর ৯০০-এরও বেশি নথির ছবি মাদকপাচারকারীদের মাধ্যমে আইএসআইকে পাঠিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct