দেবাশিস পাল, মালদা: সম্প্রীতি পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যতে জেরবার সাধারণ মানুষ থেকে যানবাহন চালকরা। তারই প্রতিবাদ জানাতে এবার এবার পেট্রোল পাম্পে তেল ভরতে আশা গ্রাহকদের মধ্যে মিষ্টিমুখ করিয়ে অভিনব কায়দায়বিক্ষোভ দেখাল রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও তৃণমূল কর্মীরা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতা নাসিম আক্তার বুধবার রতুয়ার সামসির ঘাসিরাম মোড়ের একটি পেট্রোল পাম্প বিক্ষোভ দেখায় তারা। বুধবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিল রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও তৃণমূল কর্মীবৃন্দ
বিক্ষোভকারীদের দাবি পেট্রোল-ডিজেলের দামমূল্যবৃদ্ধির কারণে প্রতিটি দ্রব্যমূল্যে আকাশছোঁয়া এমনিতেই করোনাকালে লাগাতার লকডাউনের ফলে কাজ হারিয়েছে অনেকেই এখনো অনেকে কাজ না পেয়ে দিশেহারা অবস্থায়রয়েছে আর এই পরিস্থিতিতে বিভিন্ন দ্রব্যের দাম অগ্নিমূল্য হাওয়াই নাজেহাল সাধারণ মানুষ। তাই তাদের দাবি। পেট্রোল পণ্য দাম কমাতে হবে। না, হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct