আপনজন ডেস্ক: ফের শ্রমিক খুন কালিয়াচকে। এবার পাওনা টাকা পরিশোধ না করায় মর্মান্তিকভাবে খুন হয়েছেন এক শ্রমিক। মৃত শ্রমিকের নাম সাদিকুল মোমিন। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচকের ঘাড়িয়ালিচকে শ্রমিক সরবরাহকারীর বাড়ি থেকে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে কালিয়াচক থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে। শ্রমিক সাদিকুলকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অভিযোগ শ্রমিক সরবরাহকারীর বিরুদ্ধে। শ্রমিকের বাড়ি কালিয়াচক থানার আলিপুর-২ গ্রামপঞ্চায়েতের বাহান্নবিঘা মহেশপুর গ্রামে। বাড়ি থেকে প্রায় কয়েক কিমি দূরে কালিয়াচক-২ গ্রামপঞ্চায়েতের ঘাড়িয়ালিচকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চারদিন থেকে নিখোঁজ ছিলেন ওই শ্রমিক। তার কাছে নাকি শ্রমিক সরবরাহকারী সাহাজাদ আলি টাকা এক লাখ টাকা পেতেন। তাই ওই শ্রমিক টাকা পরিশোধ না করায় তাকে তুলে নিয়ে যায়। মঙ্গলবার রাতে কালিয়াচকের ঘাড়িয়ালিচক থেকে শ্রমিক সরবরাহকারীর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের স্ত্রীর অভিযোগ, তার স্বামীর ওপর অত্যাচার ও ইলেকট্রিক সক দেওয়া হয়। মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাই। এই ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনার খবর পেয়ে কালিয়াচকে ছুটে গিয়েছিলেন পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দোষীরা কেউ ছাড়া পাবে না। প্রসঙ্গত, কিছুদিন আগে টোটো মেকানিক এক শ্রমিকের দেহ সুলতানগঞ্জের বাথান এলাকার রেললাইনের কাছ থেকে রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই শ্রমিককে কেউ খুন করেছেন বলে অভিযোগ করেন পরিবার।কালিয়াচকে পৃথক দুই শ্রমিক মৃত্যুর ঘটনায় মৃত শ্রমিকের পরিবারগুলি যে যথেষ্ট উদ্বেগে ও শোকাহত রয়েছেন বলে স্থানীয়রা জানান। পুলিশ ও প্রশাসন তদন্ত করছে প্রতিটি ঘটনা। এদিকে প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধূরী চাঁদপুর গ্রামে মৃত টোটো মেকানিক শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করেন ও শ্রমিক মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ঈশা। পুলিশকে উপযুক্ত উপযুক্ত তদন্ত করে প্রতিটি ক্ষেত্রেই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct