নকিব উদ্দিন গাজী, কাকদ্বীপ: কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয়সড়ক পাকাপুলের এর স্বাস্থ্য পরীক্ষা করতে, কলকাতা থেকে আসলো একটি ইনস্পেকশন টিম।কাকদ্বীপ পাকাপুলে। দীর্ঘ পুরোনো এই ব্রিজটি ন্যাশনাল হাইওয়ে ১১৭ জাতীয়সড়ক সংযোগকারী একটি সেতু।, দীর্ঘদিন ধরেই তার জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছিল আর তার মেরামত করার প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখতেই এই দিন ব্রিজ ইন্সপেকসন টিম পৌঁছালো কাকদ্বীপে। সাধারণত ব্রিজের নিচের দিক দেখার জন্য এই মেশিন ব্যবহার হয়। ইন্সপেকসন টিম বাগুইহাটি “মেকানিক্যাল উইন” কলকাতা মেকানিক্যাল সাবডিভিশন থেকে আসেন সদস্যরা। ন্যাশনাল হাইওয়ে ১১৭ এর ওপর কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ৫টি ব্রিজ রয়েছে, তার সমস্ত গুলোর ইন্সপেকশণ আজই হল। এর পর যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা দেখে নেবেন, তার পর সিদ্ধান্ত নেবেন এই ব্রিজের মেরামত করার প্রয়োজন আছে কি না।
মূলত দক্ষিণের সুন্দরবন এর কলকাতা থেকে সরে সোরি বখ খালি তে যাতায়াতের একমাত্র যোগাযোগের মাধ্যম কাকদ্বীপ হরে এই পোল পেরিয়ে যেতে হয়। এদিন এই পোলার স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি আগামী দিনে ঠিক একইভাবে অন্যান্য পোলগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানায়আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct