আপনজন ডেস্ক: পোপ ফ্রান্সিসের দ্রুত আরোগ্য কামনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পোপকে পাঠানো এক বার্তায় মঙ্গলবার তিনি এ রোগমুক্তি কামনা করেন। এরদোগান বলেন, আমার দেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।আশাকরি অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবেন।
বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৮৪ বছর বয়সি এ খ্রিস্টান ধর্মগুরু। ৪ জুলাই প্রার্থনার পরপরই স্থানীয় সময় সন্ধ্যায় রোমের গেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে অস্ত্রোপচার হয় পোপ ফ্রান্সিসের।
অস্ত্রোপচারের পর পোপ সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভ্যাটিকান সিটির মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানান, ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। অপারেশনের পর সুস্থ রয়েছেন পোপ। পোপকে কতদিন হাসপাতালে থাকতে হবে সে বিষয়েও কিছু বলেননি।
পোপের বৃহদান্ত্রে ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’-এর জন্য অপারেশন করা হয়েছে বলে জানা যায়। এই অসুখে কোলন সঙ্কুচিত হয়ে যায়। ১০ মেডিক্যাল সদস্যের একটি দল এই অস্ত্রোপচারে অংশ নিয়েছেন বলে জানানো হয়েছে। ব্যথার পাশাপাশি এই অসুখের কারণে বমি, প্রদাহ এবং অন্ত্রে অসুবিধা দেখা দেয়। বয়স্কদের মধ্যে এসব সমস্যা আরও বেশি দেখা দেয়। পোপ ফ্রান্সিস বেশ কিছুদিন ধরেই এই অসুখে ভুগছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct