অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: পেট্রল পাম্প ভাঙচুরের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে ১২ ঘন্টা পেট্রোল পাম্প ধর্মঘট। স্বভাবতই সমস্যায়সাধারণ মানুষ।জানা গিয়েছে, পেট্রোল ও ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে বিক্রির অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক পেট্রলপাম্পে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা। এদিকে এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে বলে অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। এরোই প্রতিবাদ স্বরূপ গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার পেট্রোল পাম্প মালিকেরা একসাথে বসে সিদ্ধান্ত নেন বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ১২ ঘন্টা পেট্রোল পাম্প ধর্মঘট করবেন। প্রত্যেকটি পেট্রল পাম্প সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে। স্বভাবতই এদিন চলে পেট্রল পাম্প ধর্মঘট। এদিকে পাম্প বন্ধ থাকার ফলে ব্যাপক সাড়া পড়েছে সাধারণ মানুষ। সমীর মোহন্ত নামে এক ব্যক্তি এদিন মোটর বাইক নিয়ে পেট্রলপাম্পে আসেন পেট্রোল নেবার জন্য। তিনি জানান, আজ ধর্মঘট সেটা আমি জানতাম না। ফলে পেট্রোল পাম্পে এসে পেট্রোল না পেয়ে ফিরে যেতে হচ্ছে।যা সমস্যা তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত। যাতে আমাদের মত সাধারন লোকেদের সমস্যায়পড়তে না হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct