আপনজন ডেস্ক: মশা সাধারণত সব মানুষকেই কামড়ায়। কিন্তু কিছু কিছু মানুষকে মশা তুলনামূলক বেশি কামড়ায়। কিন্তু কেন এমনটা হয়? এর পিছনে রয়েছে কার্বন ডাই অক্সাইড। কোন জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড বেশি বের হচ্ছে তা মশারা নির্ণয় করতে পারে। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রজাতির মশারা কার্বন ডাই অক্সাইডের প্রতি পৃথকভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে। ফলে কোনো ব্যক্তির দেহ থেকে বেশি মাত্রায় কার্বন ডাই অক্সাইড বের হলে মশারা দূর থেকেই তা বুঝে যায়। শিকার কাছাকাছিই আছে বুঝে সুযোগ পেলেই কামড়াতে থাকে। এছাড়া রয়েছে শরীরের গন্ধ। প্রত্যেক মানুষের ত্বকে ও ঘামে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মতো বিশেষ কিছু যৌগ থাকে। এই যৌগগুলো আমাদের শরীরে নির্দিষ্ট ধরনের গন্ধ তৈরি করে। সেই গন্ধের প্রতি মশারা আকর্ষিত হয়। গন্ধ তৈরি হওয়ার পিছনে দায়ী থাকতে পারে জিন ও ব্যাকটেরিয়া। সবচেয়ে বেশি মদপান করা ব্যাক্তিদের প্রতি মশাদের আকর্ষণ সবচেয়ে বেশি। ২০০২ সালে করা এক ছোট্ট সমীক্ষায় দেখা গিয়েছে, মদ্যপায়ীদের প্রতি মশারা বেশি আকর্ষিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct