আপনজন ডেস্ক: বলিউড ছবি দেখেন, সেই সব মানুষগুলি জানেন দিলীপ কুমারের আসল নাম ইউসুফ সারোয়ার খান। তার বাবার নাম ছিল মোহাম্মদ সারোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন। ছোটবেলায় মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। এর কিছুদিন পর আবারো মুম্বাইয়ে ফিরে বাবার সাথে ব্যবসায় যোগ দেন তিনি। ব্যবসার কাজেই একসময় ইউসুফ খানের পরিচয় হয় সেই সময়কার প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সাথে, যিনি তাকে পরিচয় করিয়ে দেন 'বোম্বে টকিজ' এর মালিকের সাথে। ১৯৪৩ সালে 'বোম্বে টকিজ'র কাছে ইউসুফ খান যান চাকরি খুঁজতে, কিন্তু সেখানকার স্বত্বাধিকারী দেবিকা রানী তাকে অভিনেতা হওয়ার প্রস্তাব দেন। তার সিনেমার নাম বদলে দিলীপ কুমার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমারের প্রথম ছবি 'জোয়ার ভাটা।' প্রথম দিকে দিলীপ কুমারের কয়েকটি ছবি ব্যবসা সফল ছিল না। ১৯৬০ সালে ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমা 'মুঘল এ আজম' দিলীপ কুমারের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সেই কিংবদন্তি অভিনেতা ৭ জুলাই সকাল সাড়ে সাতটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct