আপনজন ডেস্ক: দীর্ঘ অভিনয় জীবনে কোটি কোটি মানুষের মন যেমন জয় করেছেন, তেমনই অগুণিত পুরস্কার পেয়েছেন । হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অভিনেতা দিলীপ কুমার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছেন আট বার। ১৯৯৪ সালে পেয়েছেন ‘দাদাসাহেব ফালকে পুরস্কার'। ১৯৯১ সালে তাকে ‘পদ্মভূষণ' এবং ২০১৫ সালে ‘পদ্মবিভূষণ' সম্মানে সম্মানিত হন তিনি। বলিউডে দিলীপ কুমারের পরের প্রজন্মের মহাতারকা অমিতাভ বচ্চন একটি স্মৃতিচারণায় বলেন, ' দিলীপ কুমারের অটোগ্রাফ পেতে আমার ৪৬ বছর লেগেছে। প্রথম বার মা-বাবার সঙ্গে গিয়েছিলাম দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেলে, যেখানে দিলীপ কুমার সবান্ধবে উপস্থিত ছিলেন। নায়ককে ঘিরে ভিড়ের কারণে আমি সফল হইনি সে দিন। কিছুকাল পরে আরেকবার সুযোগ আসে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটা পার্টি দিয়েছিলেন। দিলীপ কুমার, দেব আনন্দ, রাজ কাপুর হাজির। কিন্তু সেই পার্টিতেও অমিতাভ প্রিয় তারকার অটোগ্রাফ নিতে পারিনি।এমনকী ১৯৮২ সালে ‘শক্তি' ছবিতে দিলীপ কুমারের সঙ্গে কাজ করলেও তার অটোগ্রাফ সংগ্রহে ব্যর্থ হই। অবশেষে আমার স্বপ্ন সত্যি হয় ২০০৫ সালে। রানি মুখার্জির সঙ্গে ‘ব্ল্যাক' সিনেমায় অভিনয় করছিলাম। রানির আমন্ত্রণে স্ত্রী সায়রা বানুকে নিয়ে ছবি দেখতে এসেছিলেন দিলীপ কুমার। ছবি দেখে আপ্লুত দিলীপ কুমার আমাকে একটা দীর্ঘ চিঠি লেখেন। তাতে অনেক প্রশংসাবাক্য থাকলেও চিঠির শেষে দিলীপ কুমারের সই দেখেই খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম।' আর সেই বলিউড তারকা দিলীপ কুমার আজ ৯৮ বছর বয়সে পরলোকগমন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct