আপনজন ডেস্ক: আপনার ঘরের বিভিন্ন কাজের সমাধান হিসেবে এবার ব্যবহার করতে পারেন টুথপেস্ট। বাথরুম ও রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। একটি মাজুনিতে টুথপেস্ট লাগিয়ে সিঙ্ক ভালো করে পরিষ্কার করলেই সেটি হবে ঝকঝকে পরিষ্কার। বাড়ির যে কোনো ধরনের কাচের সামগ্রী ঝকঝকে পরিষ্কার করে তুলতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। পরিষ্কারের পাশাপাশি এটি কাচের নানা জিনিসের দুর্গন্ধও দূর করে এটি। রান্না করতে গিয়ে কড়াই বা গরম তেল শরীরে পড়ে পুড়ে যাওয়ার ঘটনা অনেক ঘটে। এমনটি ঘটে থাকলে পোড়া স্থানে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। পোড়া স্থানে এটি ব্যবহারে চামড়ার জ্বালা-যন্ত্রণা কমে যাবে। হরেকরকম অলঙ্কার অনেক দিন ব্যবহার না করার কারণে উজ্জ্বলতা হারিয়ে ফেলে। অলঙ্কার বা গহনার উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। ঘরে বসেই এটি দিয়ে পরিষ্কার করে পেতে পারেন গহনার উজ্জ্বলতা। চামড়ার জুতোর চকচকেভাব ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। একটি শুকনো কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে চামড়ার জুতোয় ৫ মিনিট ঘষুণ। এর পর সেটি হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই মিলবে চামড়ার জুতোর চকচকেভাব। এছাড়া যে কোনো সাদা জুতো পরিষ্কার করতেও এটি অনেক কার্যকরী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct