প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টারের কাছে হারের পর এটিকের কোচ স্টিভ কোপেল বলেছিলেন দল ঘুরে দাড়াবে।কিন্তু দ্বিতীয় ম্যাচেও ঘরের মাঠে নর্থইস্ট এর কাছে হেরে মাঠ ছাড়তে হলো।আজ প্রথম থেকেই আক্রমণে নামিয়েছিলেন বলবন্থ সিং কে।কিন্তু কোনো ভাবে সফল হননি বলবন্ত।মাঝ মাঠ থেকে বল বাড়ানোর জন্য তেমন কেউ নজর কাড়তে পারেনি। লায়নজুরো অধিনায়কের চাপে স্বাভাবিক খেলা খেলতে পারছেনা।অন্য দিকে গত ম্যাচের মতো নর্থইস্ট শুরু থেকে আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে।প্রথমার্ধে বেশ কয়েক বার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এটিকের গোলকিপার অরিন্দম কে।আবার ৪২ মিনিটের মাথায় নিখিল কদমকে টেকেল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সেনা রালতেকে।তখনই চাপে পড়ে যায় এটিকে।দ্বিতীয়ার্ধের শুরু থেকে নর্থইস্ট আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে।নর্থইস্ট এর নিখিল ,রাউলী একাধিক ক্রস বাড়ায় এটিকের বক্সে। ৭২ মিনিট এ লানজো কে তুলে কালুকে নামলেও গোলের মুখ দেখতে পায়নি এটিকে।৮৮ মিনিটে রাউলিন বর্জেসের দুরন্ত হেড নর্থইস্টকে এগিয়ে দেয়।১-০ ফলাফলে ম্যাচ জেতে নর্থ ইস্ট।এটিকে হারলেও ম্যাচের সেরা নির্বাচিত হলেন এটিকে ডিফেন্সের স্তম্ভ জনসন।M. K.