সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়ার কোতুলপুর থানার মালিকোটা গ্রাম। প্রত্যন্ত এই গ্রামের একেবারেই শেষপ্রান্তে পুরানো মাটির বাড়ি সুধাময় সিংহ নামে এক গ্রামবাসীর। দুই ছেলে বৌমা ও স্ত্রী কে নিয়ে সুধাময় বাবুর সংসার। একই বাড়ির মধ্যে প্রত্যকের আলাদা আলাদা সংসার। সুধাময় বাবু ও তার স্ত্রী একসাথে আলাদা থাকেন। দুই ছেলে বৌমরাও একই বাড়িতে আলাদা থাকেন। গত দুমাস ধরে বড় বৌমা যে বাড়িতে থাকেন সেই বাড়িতেই ঘটে চলেছে অদ্ভুত কান্ড কারখানা। পরিবারের দাবি কোন দিন দুপুরে কোন দিন সন্ধ্যা বেলায় ওই বাড়ির মধ্যে থাকা জামাকাপড়ে আচমকা আগুন লাগার ঘটনা ঘটছে। বাড়ীর সদস্যদের অজান্তের বড় বৌমা যে ঘরের মধ্যে থাকেন সেই ঘরে এমন কান্ড ঘটছে। কখন বিছানায় কখন আলনাতে রাখা জামাকপড়ে এমন আগুন লাগার ঘটনা আখছর ঘটে চলেছে। পরিবারের কেউ জানতেই পারছেন না কিভাবে এমন ঘটনা ঘটছে। বাড়ির মধ্যে থাকা অবস্থায় এমন ঘটনা না ঘটলেই পরিবারের লোকজনের অজান্তের এমন আগুন লাগার ঘটনা বলেই দাবি পরিবারের। আগুনের ভয়ে বাড়ির মধ্যে ওই ঘর খালি করে অন্যবাড়িতে থাকা শুরু করেন বড় বৌমা। এমনকি বাড়িতে এমন কান্ডের জেরে বাড়িতে পুজো করিয়ে সেই সমস্যা থেকে রেহায় পাবার চেষ্টাও করে পরিবার। কিন্তু বেশ কয়েকদিন আগে এবার বাড়ির মধ্যে ওই ঘর ছেড়ে ঘরের বাইরে জামাকাপড়ে আগুন লাগার ঘটনা ঘটতে শুরু করে। কি কারনে এম্ন ঘটনা ঘটছে তা বুঝতেই পারছেন না পরিবারের লোকজন। ঘটনার কথা ছড়িয়ে পড়ে গ্রামে গ্রামের মানুষের মধ্যেও আতংক ছড়িয়ে পড়ে। এমন তাজ্জব ঘটনায় স্থানীয় কোতুলপুর থানায় খবর দেয় পরিবার। কি কারনে এমন ঘটনা ঘটছে তা নিয়ে আতংকের মধ্যে গ্রামের সিংহ পরিবার।
গ্রামের মধ্যে একটি পরিবারের একটি ঘরের মধ্যে এমন অস্বাভাবিক ঘটনার খবর পেয়ে গ্রামে যান বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যারা। ঘটনার বিষয় পুরো জানার চেষ্টা করেন তারা। পরিবারের লোকজন ও গ্রামের মানুষের সাথে ঘটনার বিবরণ শুনেন বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিনিধিরা। তাদের দাবি, আগুন লাগার কারণ কোন ভৌতক বা অলৌকক ভাবে নয়। মনুষ্য দ্বারা সৃষ্ট এই ঘটনা। এই ঘটনায় পরিবারের কোন সদস্য বা বাইরের কেউ যুক্ত থাকতে পারে বলেই মনে করছেন তারা। পুরো বিষয় খতিয়ে দেখছে কোতুলপুর থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct