জৈদুল সেখ, লালবাগ: লালবাগের রেল আন্দোলনের নেতা তথা প্রাক্তন সেনা কর্মী এ আর খান ওরফে আব্দুল রউফ খান এক সপ্তাহ আগে প্রয়াত হন। মঙ্গলবার এই জনদরদি নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর লালবাগের বাড়িতে গিয়ে হাজির হলেন বহরমপুর সাংসদ অধীর চৌধুরী। তিনি প্রায় মিনিট দশেক এ আর খানের বাড়িতে ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ আর খান ওরফে আব্দুল রউফ খান সঙ্গে যে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল সেটা অধীর চৌধুরী মঙ্গলবার বলেন তিনি প্রয়াত নেতার বাড়িতে গিয়ে তাঁর ছবিতে মালা দেওয়ার পাশাপাশি তাঁর ছেলের সঙ্গে বেশ কিছুক্ষন কথা বলেন। এরপর প্রয়াত এ আর খানের স্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই সময় তিনি বলেন, “খান’দার মত ভালো মানুষের চলে যাওয়াটা শুধু আপনাদের পরিবারের নয়, এই সমাজের ক্ষতি। খুব ভালো মানুষ ছিলেন। আপনাদের যদি কখনও কোনও প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি।”
লালবাগের জিয়াগঞ্জ-নসিবপুর ব্রিজ তৈরি হয়ে গেলেও এখনো পর্যন্ত ট্রেনের চাকা সেখানে গড়াতে দেখা যায়নি। অথচ সদ্যপ্রয়াত এ আর খানের স্বপ্ন ছিল তিনি ওখানে ট্রেন চলতে দেখবেন। তাঁর পরিবারের পক্ষ থেকে অধীর চৌধুরীর কাছে আবেদন জানানো হয়েছে যাতে প্রয়াত নেতার এই স্বপ্নটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে গত ৩১ মে তিনি রেল দপ্তরে চিঠি লিখে জানিয়েছিলেন ওখানে আর জমি নিয়ে কোনও সমস্যা নেই। এবার যেন দ্রুত ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়। অধীর চৌধুরী তার পরিবারকে আশ্বাস দিয়েছেন তিনি যথোপযুক্ত জায়গায় এই বিষয়টি অবশ্যই জানাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct