আপনজন ডেস্ক: করোনা কিভাবে কম সময়ে সনাক্ত করা যায় এই নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। কোনো কোনো দেশ সফল ও হয়েছে।
গবেষকরা এবার বিশেষ ধরনের বায়োসেন্সর প্রযুক্তি তৈরি করেছেন, যা নিঃশ্বাসে কোভিড-১৯ ভাইরাস আছে কিনা শনাক্ত করতে পারবে।
বায়োসেন্সর প্রযুক্তি মাত্র ৯০ মিনিটের মধ্যেই করোনা শনাক্তে সক্ষম। বায়োসেন্সর কেএন৯৫ মাস্কের সঙ্গে যুক্ত থাকবে। এতে মাস্ক পরিহিত ব্যক্তির যদি করোনা পজিটিভ হয়ে থাকে, তবে তা ধরা পড়বে।
যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ওয়েস ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা যৌথভাবে প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন।
অবশ্য এজন্য গবেষকরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তা নিয়েছেন। প্রযুক্তিটি নিয়ে ন্যাচার বায়োলজিক্যাল জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct