আপনজন ডেস্ক: অনেকেই আমরা তরিতরকারিতে ধনে পাতার ব্যবহার করে থাকি। কিন্তু অনেকেরই ধনে পাতা খাওয়া স্বাস্থ্য ঝুঁকির কারন হতে পারে। কোন কোন অসুস্থতা এবং অবস্থায় ধনে খাওয়া উচিত নয়।
অ্যালার্জিঃ অধিক পরিমাণ ধনে গ্রহণের ফলে অ্যালার্জি, শ্বাসকষ্ট, চুলকনি, মুখ ও গলা ফুলে ওঠা, ঝিমুনি ভাব ইত্যাদি হতে পারে।
ত্বকের ক্যান্সারঃ এটা অধিক পরিমাণে গ্রহণ করলে সূর্যের আলোতে ত্বকে স্পর্শকাতর হয়ে যেতে পারে। এর ফলে রোদে ত্বক পুড়ে যেতে পারে এমনকি ত্বকে ক্যান্সার হতে পারে।
কনট্যাক্ট ডার্মাটাইটিসঃ ত্বকে প্রদাহ, অস্বস্তি ডার্মাটাইটিস, ত্বক কালো হয়ে যাওয়া ইত্যাদি ত্বকের সমস্যা ধনে গ্রহণের ফলে দেখা দিতে পারে।
বদহজমঃ অধিক পরিমাণ ধনে গ্রহণের ফলে ডায়রিয়া, পেটে ব্যথা, ক্ষুধা মন্দা, বদহজম ইত্যাদি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা দেখা দিতে পারে।
যকৃতে সমস্যাঃ অধিক পরিমাণে ধনে গ্রহণের ফলে যকৃতে সমস্যা দেখা দিতে পারে।
গর্ভবতী নারীঃ গর্ভবতী নারী এবং যারা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা অধিক পরিমাণে গ্রহণ করা উচিত নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct