আপনজন ডেস্ক: একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে এক প্রসূতি। এরমধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। জন্মের কিছু সময় পরই অপরিণত নবজাতক একে একে মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসক। শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার মাদার্স কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে ওই পাঁচ নবজাতকের জন্ম হয়। প্রসূতি বৃষ্টি আক্তার জানান, তার ব্যথা শুরু হয় রাত থেকে। দুপুরে এ হাসপাতালের চিকিৎসক জহিরুন নেছা রেনুর তত্ত্বাবধানে ভর্তি হন তিনি। আগে আল্টাসনোগ্রামে তার গর্ভে তিনটি বাচ্চা সুস্থ থাকার কথা চিকিৎসকরা জানিয়েছিলেন। হাসপাতালের চিকিৎসক আব্দুস সালাম তারেক জানান, ২০ সপ্তাহের গর্ভকালে পেটে ব্যথা নিয়ে দুপুরে হাসপাতালে আসেন প্রসূতি বৃষ্টি আক্তার। আল্টাসনোগ্রাফি করে গর্ভে পাঁচটি শিশুর অস্তিত্ব পাওয়া যায়। প্রসূতিকে নিরাপদ রাখতে হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি পাঁচটি নবজাতকের জন্ম দেন। জন্মের কিছু সময় পরই অপরিণত তিনটি ছেলে ও দুটি মেয়ে নবজাতক একে একে মারা যায়। তবে হাসপাতালে চিকিৎসাধীন বৃষ্টি শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct