আপনজন ডেস্ক: অনেকেই জানিয়েছেন, আক্কেল দাঁত তুললে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়। তবে আমেরিকার পেনসিলভেনিয়া স্কুল অব ডেন্টাল মেডিসিনের গবেষকরা জানিয়েছেন, আক্কেল দাঁত তোলার পর মুখের স্বাদ ধীরে ধীরে বৃদ্ধি পায়। মুখের স্বাদের ওপর আক্কেল দাঁত তোলার দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কিত এটিই প্রথম গবেষণা। লেখক ড. রিচার্ড এল. ডটি বলেন, ‘আগের গবেষণাগুলোতে আক্কেল দাঁত তোলার পর শুধু স্বাদের ওপর বিরূপ প্রতিক্রিয়ার দিকেই নজর দেয়া হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ওইসব প্রতিক্রিয়া চলে যায় বলে এতদিন মনে করা হতো। আমাদের গবেষণায় দেখা গেছে, আক্কেল দাঁত তোলার সময় থেকে শুরু করে ২০ বছর পর্যন্ত মুখের স্বাদ কিছুটা বাড়ে।
আক্কেল দাঁত সাধারণত ১৭ থেকে ২৭ বছর বয়সে ওঠে। বেশিরভাগ মানুষের ওপরের ও নিচের চোয়ালের সবচেয়ে পেছনে উভয় দিকে একটি করে মোট চারটি দাঁত ওঠে। এগুলো প্রভাবিত হলে, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার মতো পর্যাপ্ত জায়গা না পেলে চিকিৎসকরা সার্জারির মাধ্যমে তুলে ফেলার পরামর্শ দিয়ে থাকেন। মানুষের মুখগহবর যেহেতু আরো চারটি দাঁতের স্থান দেওয়ার তুলনায় ছোট, তাই এগুলো তুলে ফেলা দন্তচিকিৎসার সাধারণ প্রক্রিয়া। আক্কেল দাঁতে ঠিকমতো ব্রাশ পৌঁছায় না, খাবারের কণা দাঁতে জমা হতে শুরু করে ও ব্যাকটেরিয়ার বিকাশ ঘটে। ফলে দাঁত ক্ষয়, সাইনাস টিস্যুতে ক্ষয়, মাড়ির সংক্রমণ ইত্যাদির ঝুঁকি বাড়ে। আক্কেল দাঁতে কোনো ধরনের সংক্রমণ হলে এটি অন্যান্য দাঁতকেও প্রভাবিত করে। সঠিক সময়ে চিকিৎসা না করলে গুরুতর সমস্যার মুখোমুখি হতে হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct