আপনজন ডেস্ক: দীর্ঘ লকডাউন। হাতে কাজ নেই। যে কাজটি ছিল, সেটাও হারিয়ে হতাশায় স্ত্রীকে পুড়িয়ে মারলো হায়দরাবাদের এক যুবক। যদিও ওই যুবক নিজের স্ত্রীর পরিবারকে জানায়, করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুবতীর। সেই হত্যাকাণ্ডের সিসিটিভির একটি ফুটেজ পুলিশের হাতে এসেছে। কিছুদিন আগে তিরুপতিতে ওই মহিলার ৯০ শতাংশ পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তদন্তে নেমে হত্যাকাণ্ডে তার স্বামী শ্রীকান্ত রেড্ডির যোগ খুঁজে পায় পুলিশ। ওই ভিডিওতে দেখা গেছে, কোলে শিশু সন্তান নিয়ে লাল রঙের একটি সুটকেস নিয়ে লিফটে উঠেন শ্রীকান্ত। এরপর তার ফ্ল্যাটে নামেন। সন্তানকে করিডোরের এক পাশে রেখে সুটকেসটি ফ্ল্যাটের দরজার সামনে রাখেন। এরপর সন্তান ও সুটকেস নিয়ে রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ভারী সুটকেস নিয়ে লিফট দিয়ে নীচে নামেন। ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় প্রতিবেশী এক মহিলা তার শিশু সন্তানকে আদর করেন। তখনও তাকে দেখে বোঝার উপায় নেই স্ত্রীর পোড়া লাশ বহন করে নিয়ে যাচ্ছেন। এর মাঝে একটা ভুল করে বসেন শ্রীকান্ত। তিনি যে সরকারি হাসপাতালের কাছে সুটকেসটি ফেলে এসেছিলেন, সেই হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সেই ফুটেজে দেখা যায়, ক্যাব চালকের সাহায্যে এক যুবক স্যুটকেসটি ফেলে চলে যায়। ফুটেজ থেকে ক্যাবের নাম্বার নিয়ে চালককে খুঁজে বের করে পুলিশ। সেই সূত্র ধরে শ্রীকান্ত রেড্ডিকে গ্রেফতার করে পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct