আপনজন ডেস্ক: কাস্পিয়ান সাগরে দাউ দাউ করে জ্বলছে আগুন। সাগরের ওই অংশে আজারবাইজানের তেল ও গ্যাসফিল্ড রয়েছে। তবে আগুনের সূত্রপাত তেল ও গ্যাসফিল্ড থেকে নয় বলে জানা গেছে। রোববার সাগরের মাঝখানে হঠাৎ বিস্ফোরণ হয়। এর পরই সাগরের মাঝে আগুন জ্বলতে শুরু করে। প্রথমে ধারণা করা হচ্ছিল— হয়তো গ্যাস অথবা তেলের খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু তেল ও গ্যাসের খনি সুরক্ষিত আছে— এটি নিশ্চিত হওয়ার পর বিশেষজ্ঞরা ধারণা করছেন, সম্ভবত একটি মাড ভলক্যানো অর্থাৎ, ছোট আগ্নেয়গিরি জেগে উঠেছে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও ছড়িয়ে গেছে। পরে আজারবাইজানের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খনিতে কোনো বিস্ফোরণ হয়নি। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে। আজারবাইজানের রাষ্ট্রীয় তেল সংস্থা সোকারের মুখপাত্র জানিয়েছে, গ্যাস ও তেলের ফিল্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে।
আজারবাইজান আবহাওয়া দপ্তর জানায়, ভূপৃষ্ঠে বেশ কিছু মাড ভলক্যানো বা ছোট আগ্নেয়গিরি আছে। সেখানে অগ্নুৎপাতের সময় প্রথমে বিস্ফোরণ হয়, তার পর লাভার সঙ্গে কাদা বের হতে শুরু করে। সমুদ্রপৃষ্ঠেও এ ধরনের আগ্নেয়গিরি আছে। কাস্পিয়ান সাগর অঞ্চলে এর সংখ্যা অনেক। তেমনই একটি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। বিস্ফোরণও হয়েছে সেখানেই।
এর আগে মেক্সিকো উপসাগরে সমুদ্রের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন পাঁচ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর নেভানো সম্ভব হয়। মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছেই শুক্রবার ওই আগুন লেগেছিল। দেশটির জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নিচে থাকা পাইপলাইনের গ্যাস লিক হওয়ার কারণে লেগেছিল ওই আগুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct