আপনজন ডেস্ক: আরএসএস প্রধান মোহন ভাগবত যখন বৃহত্তর দিল্লির লাগোয়া উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গোরক্ষকদের হাতে মুসলিমদের খুন হওয়া নিয়ে সরব তখন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বৃহত্তর দিল্লির নয়ডায়। নয়ডা সেক্টর ৩৭-এর রবিবারই এক ৬২ বছরের বৃদ্ধ গণপিটুনির শিকার হলেন হিন্দুত্ববাদী সংগঠনের তিন সদস্যের হাতে। অথচ, রবিবার গাজিয়াবাদে অারএসএসের শাখা সংগঠন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের উদ্যোগে ডা. খাওয়াজা ইফতেকারের বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেছিলেন, গণপিটুনিতে মদত হিন্দুত্ব বিরোধী। গণপিটুনিতে যারা মদত দেয় তারা হিন্দুত্ব বিরোধী।
যদি কোনও হিন্দু বলে কোনও মুসলমান ভারতে থাকবে না তা হলে তিনি প্রকৃত হিন্দু নন। তাই মোহন ভাগবতের বার্তা কট্টরপন্থী সংগঠনের সদস্যের কাছে কতটা পৌঁছবে কিংবা তা মানবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গেছে, দিল্লির জাকির নগরের বাসিন্দা ৬২ বছর বয়সি কাজিম আহমেদ আলিগড়ে তার ভাগ্নির বিয়েতে অংশ নিতে বেরিয়েছিলেন রবিবার সকালে। কিন্তু তিনি হিন্দুত্ববাদীদের হাতে আক্রান্ত হন। কোনওক্রমে বেঁচে যাওয়া কাজিম আহমেদের ভাইপো আমির খান শেরওয়ানি সংবাদমাধ্যমকে জানান, কাজিম আহমেদ বাস ধরার জন্য নয়ডার সেক্টর ৩৭-এর দাঁিড়য়েছিলেন। একটু দূরে দাঁড়িয়ে কয়েকজন এক সাদা রঙের গাড়ির দিকে যেতে বলে। তার কাছাকাছি যেতেই কিছু বলার আগে গাড়ির মধ্যে টেনেহিঁচড়ে তোলা হয়। তাকে ছেড়ে দেওয়ার আবেদন জানানো হলেও তাকে কর্ণপাত না করে তার পাজামা খোলার চেষ্টা করা হয়। দাড়ি ধরে টেনে স্ক্রু ড্রাইভার দিয়ে নাকে আঘাত করা হয় বলে অভিযোগ। প্রায় চার কিলোমিটার দূরে রাস্তায় ফেলে ফেলে দিলে কোনওক্রমে তাদের হাত থেকে পালিয়ে স্থানীয় থানায় আশ্রয় নেন।
কাজিম আহমেদের পুত্র আরহামের অভিযোগ পুলিশ থানায় অভিযোগ জানালে দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে অস্বীকার করে। এরপর কাজিম আহমদেকে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গিয়ে দেখিয়ে থানায় অভিযোগ জানান। সোমবার এফআইআর-এর পুলিশের দেওয়ার কথা। ফলে, মোহন ভাগবত কট্টরপন্থী সংগঠন আরএসএস সহ কট্টরপন্থী হিন্দুদের প্রতি সহনশীলতার বার্তা দিলেও তা সত্যিই কতটা ফরপ্রসূ হবে তা এই বৃদ্ধের আক্রমণের ঘটনায় পরিষ্কার হয়ে উঠেছে। শুদু এই ঘটনা নয়, মাসে গাজিয়াবাদেই এক মুসলিম বৃদ্ধকে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct