আপনজন ডেস্ক: ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তাঁর পিতা তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে শাহরুখ তাঁর আজকের জায়গায় এসেছেন।শাহরুখের জীবনের নানা ঘটনা উল্লেখ করার মতো রয়েছে। কাজলের সঙ্গে রসায়ন নিয়েও অনেক খবর বেরিয়েছিল। ১৯৯৩ সালে আব্বাস-মাস্তান জুটি পরিচালিত ‘বাজিগার' ছবিতে একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন শাহরুখ-কাজল। তখন থেকে শাহরুখ-কাজলের প্রেমের গুঞ্জন শুরু হয়। সব ধরনের গুঞ্জন পাশে রেখে শাহরুখ বিয়ে করেন গৌরীকে। এবং কাজল বিয়ে করেন অজয় দেবগানকে। অনেকের প্রশ্ন, শাহরুখকে কেন বিয়ে করলেন না কাজল সম্প্রতি এ প্রশ্নের জবাব উঠে আসে কাজলের মুখে। এক সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়, অজয়ের সঙ্গে দেখা না হলে কী শাহরুখকে বিয়ে করতেন?যার উত্তরে তিনি বলেন, ‘মানুষটি হয়তো আমাকে প্রস্তাব দিয়েছেন।' শাহরুখের সঙ্গে সম্পর্কটা আসলেই কেমন? এই প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘ফ্রেন্ডস ফর লাইফ।' আসলে শাহরুখকে শুধু বন্ধু হিসেবেই দেখতেন কাজল। তাই তাঁকে বিয়ে করেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct