সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে বিজেপিতে ভাঙ্গন ধরেছে বাদ যায়নি বাঁকুড়া জেলাও । রবিবার বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের কুশদ্বীপ পঞ্চায়েত থেকে ৫২০ টি পরিবার থেকে দেড় হাজার বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো । যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অধ্যাপক শ্যামল সাঁতরা ও বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শুভাশিস বটব্যাল । পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ ব্যানার্জীর নেতৃত্বে এই গোটা কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করে। এদিনের এই যোগদান আগামী দিনে পাত্রসায়ের ব্লক এবং কুশদ্বীপ এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠনিক আরো মজবুত হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এমনই জানা যাচ্ছে । পাশাপাশি ইয়াস ঘূর্ণিঝড় তারউপর গত কয়েকদিনের প্রবল বর্ষণে বিজেপি কর্মী সমর্থকরা সমস্যার সম্মুখীন হলে এলাকার নির্বাচিত বিধায়ক তাদের কোনো খোঁজ-খবর নেয়নি বলেই জানান যোগদানকারীরা। ্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের মধ্যে একটি ক্ষোভের সঞ্চার হয় এবং তারই বহিঃপ্রকাশ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আজকের যোগদান । এই যোগদানের ফলে পাত্রসায়ের ব্লক এলাকায় বিজেপির পায়ের তলার মাটি আরো দুর্বল হলো বলে মনা করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসে যোগদানকারীরা জানান, নির্বাচনের পরে বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে কোন যোগাযোগ রাখেনি কোনো খোঁজ-খবর নেয়নি কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের সবরকম সহযোগিতা ও খোঁজখবর নিয়েছেন । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতী শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অধ্যাপক শ্যামল সাঁতরা জানান, একাধিক নেতৃত্বসহ কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মানুষের কথা কেউ ভাবছে না । এছাড়াও তিনি বলেন এই যোগদানের ফলে দলীয় সংগঠন আরো বেশী মজবুত হবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct