কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং: সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা ব্রীজ সংলগ্ন ক্যানিং বৈতরণী রোডে বজবজ প্রত্যাশা,ঝড়খালি সবুজ বাহিনী এবং দিল্লির গুঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় একশো জন মহিলা বিভিন্ন প্রজাতির এক হাজার চারা গাছ বৃক্ষ রোপণ করেন। সুন্দরবনে বিগত বছর গুলি আয়লা,বুলবুল, ফনির মতন একের পর এক ঘূর্ণিঝড়ে তান্ডব চালায় সুন্দরবনের ওপর বিস্তীর্ণ অঞ্চলগুলি।
তারপর চলতি বছরের ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম।ফলে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের মূল্যবান গাছপালা থেকে শুরু করে ঘরবাড়ি,কৃষি জমি,পুকুরের মাছ চাষ।পাশাপাশি করোনা ভাইরাস অতিমহামারি এবং লকডাউন ও সরকারি বিধি নিষেধ ভেঙে পড়েছে সুন্দরবনের সামাজিক ও অথনৈতিক ব্যবস্থা।তবে রাজ্যে সরকারের উদ্যোগে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে সুন্দরবন বাসি। পাশাপাশি এছাড়াও এই কাজে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct