নকীব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললো খোদ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। এ নিয়েই রাজনৈতিক চাপানোতর কুল্পির গাজীপুর গ্রাম পঞ্চায়েতে। সূত্রে জানা যায়, গাজীপুর গ্রাম পঞ্চায়েতে মোট ১১জন সদস্য। পঞ্চায়েত নির্বাচনের পর দলীয়ভাবে সাহানুর বিবি মোল্লাকে প্রধান করা হয় এবং রাহান হালদারকে উপ প্রধান করা হয়। বিপত্তি ঘটে নির্বাচনের বেশ কয়েকবছর পর।
গাজীপুর পঞ্চায়েত প্রধানের স্বামী ও গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম মোল্লাকে নিয়ে।
উপ প্রধান রাহান হালদারের অভিযোগ, পঞ্চায়েতে অফিসে প্রধান আসেন না ফলে স্বাভাবিক পরিষেবা পান না সাধারণ মানুষ এমনকি পঞ্চায়েতে প্রচুর দুর্নীতির অভিযোগ করা হয় প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় পঞ্চায়েত প্রধান সাহানুর বিবি মোল্লার বিরুদ্ধে পঞ্চায়েত অনাস্থা দেন উপপ্রধানের নেতৃত্বে ৬ সদস্য রাহান হালদার, কুতুব উদ্দিন মোল্লা, সিরিপান বিবি, মর্জিনা বিবি, সুজাহান বিবি, সুদেশ নস্কররা।
প্রধান সাহানুর বিবি মোল্লা বলেন প্রতিটি উন্নয়নের কাজ হয়ে আসছে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পরিষেবা ,সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হয় উপপ্রধান বিরোধীদের সঙ্গে মিশে দুর্নীতি করতে চাইছে , এ বিষয়ে উপপ্রধানকে বাধা দেয় বারবার। উপপ্রধান দল বিরোধী কার্যকলাপ বৃদ্ধি হওয়ার কারণে দলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো ,এমনটাই জানান প্রধান।
কুলপি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুপ্রিয়া হালদার প্রধানের মারফতে জানতে পারেন উপপ্রধান দল বিরোধী কাজ কর্ম করে চলেছে । সুপ্রিয় বাবু বলেন গাজীপুর অঞ্চলের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেতেন, তাকেন উপ প্রধান করা হয়, তিনি এখন বিরোধী দলের সঙ্গে জোট করে দল বিরোধী কাজ কর্ম করছে ,পাশাপাশি পঞ্চায়েতের উন্নয়নের কাজে বাধা দিয়ে উন্নয়নকে স্তব্ধ করে সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করতে চাইছে। চক্রান্ত করে দলের ক্ষতি করতে চাইছে সেই কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
পাশাপাশি কুলপির বিধানসভার বিধায়ক যোগ রঞ্জন হালদার বলেন দল বিরোধী কাজ কর্ম হলে কোন ভাবে কাউকে রেয়াত করা যাবে না , গাজীপুর অঞ্চলের উপপ্রধান দল বিরোধী কাজ কর্ম করার কারণে দলের সিদ্ধান্ত তাকে বহিষ্কার করা হয়েছে । বেশকিছু নেতা ও পঞ্চায়েত সদস্য আছে তাদেরকে সাবধান করে দেয়া হয়েছে। দলে থেকে দল বিরোধী কাজ কর্ম করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct