সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ অবস্থা। বাঁকুড়া-২ ব্লকের ভাদুল ভাসা পুল জল তখন তলায়। ফলে দ্বারকেশ্বর নদীর ওপারে থাকা ওন্দা ব্লক এলাকার একটা অংশের মানুষ চরম সমস্যায় পড়েন। ফলে একদিকে জীবনের ঝুঁকি নিয়ে, অন্যদিকে রেল দফতরের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন ঐ এলাকার অসংখ্য মানুষ রেল ব্রীজ দিয়েই বাঁকুড়া শহরে পৌঁছাতেন। কিন্তু রেল কর্তৃপক্ষের কড়াকড়িতে সে পথও বন্ধ। কারণ ফলে নদীর ওপারের ওন্দা ব্লক এলাকার অন্তত ৩০টি গ্রামের হাজারের কাছাকাছি মানুষকে জীবন জীবিকার সন্ধানে ধলডাঙ্গা মোড় দিয়ে প্রায় ১০ কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে আসতে হবে। সমস্যার সমাধানের জন্য ২০১৬ সালে তড়িঘড়ি প্রায় কোটি টাকা খরচ করে দ্বারকেশ্বর নদীর উপর কজওয়ে তৈরী করা হয়। কিন্তু প্রতি বছর বর্ষায় সেই কজওয়ে দিয়ে কোনও মতেই যাতায়াত করা যায় না। এমনকি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ভাসা পুল সংস্কার হলেও মাত্র ছ’মাসের বেশী যাতায়াত করা যায়না বলে স্থানীয়দের অভিযোগ। এই অবস্থায় বিকল্পের সন্ধান খুঁজে নিয়েছেন স্থানীয়রা। বাঁশের তৈরীর ভেলা করেই এখন নদী পারাপার করছেন ঐ এলাকার মানুষ। এই ভেলায় নদী পারাপারেও রয়েছে জীবনের ঝুঁকি। কিন্তু তা সত্বেও সব জেনে বুঝেও এই পথই ভরসা এখন সংশ্লিষ্ট এলাকার মানুষের।
ভেলা চালকেরা জানান লকডাউনের জেরে তারা কাজ হারিয়ে জীবন কে বাজি রেখে একগলা জলে এই ভেলা কে টেনে টেনে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে।
ধনঞ্জয় মন্ডল নামে এক ব্যক্তি বলেন , নদী পারাপার করতে আমাদের ভয় লাগে যে কোন মুহূর্তে বিপদ ঘটতে পারে । সরকারের কাছে আবেদন চেয়ে দ্রুত সমস্যার সমাধান করা হলে ভালো হয় ।