রাকিবুল ইসলাম, হরিহরপাড়া: রেশন দোকানে আধার লিঙ্ক না থাকায় রেশন সামগ্রী না পেয়েই খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘক্ষন লাইনে দাড়িয়েও আধার লিঙ্ক না থাকায় রেশন সামগ্রী পাচ্ছেন না তারা। ফলে অত্যন্ত ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। জানা যায় বেশ কয়েকদিন ধরেই লাইনে দাড়িয়ে রেশন না পেয়েই ঘুরে যাচ্ছে গ্রাহকেরা। একেই করোনার জেরে আর্থিক সমস্যায় ভুগছেন সাধারন মানুষ। তার ওপর দিন আনা দিন খাওয়া মানুষ গুলো কাজ বন্ধ করে তিন ধরে রেশন সামগ্রী নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকছে। অবশেষে লিঙ্ক না পেয়ে হতাশায় বাড়ি ফিরে যাচ্চেন তারা।
গ্রাহকদের দাবি, আধার লিঙ্ক বন্ধ করে অনলাইনের পরিবর্তে কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী দেওয়া হোক বলে জানান গ্রাহক সুনারুদ্দিন খান।
রেশন সামগ্রী শফিক সেক বলেন রেশনের দোকানে ঘন্টার পর ঘন্টা আধার লিংক এর জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ অনেক সময় লিংক থাকছে না আলিম থাকলে একজনের লিঙ্ক করতে সময় লাগছে প্রায় কুড়ি মিনিট আমরা চাই অনলাইন পরিষেবা বন্ধ করা হোক। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে আধার লিঙ্কের মাধ্যমেই রেশন সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানান রেশন ডিলারের ছেলে মাহামাদুল ইসলাম। বেশ কয়েকদিন ধরে নেট পরিষেবা বিঘ্ন থাকায় সাধারনমানুসকে সমস্য্যায় পড়তে হচ্ছে বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct