আপনজন ডেস্ক: আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালিবান রাতারাতি ব্যাপক জয় পেয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা আফগানিস্তানের আরও ১৩টি জেলা দখলে নিয়েছে। এ নিয়ে দেশটির ৪২১টি জেলার মধ্যে তালিবান ১৪০টি জেলা দখলে নিল।
বাদাখশানের প্রাদেশিক কাউন্সিলর মুহিব উল রহমান বলেন, বিগত কয়েক দিনে তালিবান যুদ্ধ ছাড়াই উত্তরপূর্ব বাদাখশান রাজ্য দখল করে নিয়েছে। আফগান সেনাদের দুর্বল চিত্তের কারণে তালিবান জয় পেয়েছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু হয়ে পড়েছে এবং তাদের নতুন সেনা ও অস্ত্র দিয়ে সহায়তা করা হচ্ছে না।
অধিকাংশ জেলা তালিবান যুদ্ধ ছাড়াই দখল করেছে মন্তব্য করে এই কাউন্সিলর বলেন, গত তিন দিনে তালিবান আটটি জেলা কোনোরকম যুদ্ধ ছাড়াই দখল করেছে। আফগান বাহিনীর শত শত সেনা, পুলিশ ও গোয়েন্দা সেনা চৌকি রেখে বাদাখশানের প্রাদেশিক রাজধানী ফাইজাবাদে পালিয়ে গেছে।
এদিকে আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহার পুনরায় দখলে নিয়েছে তালিবান। বেদখল হওয়ার আগে অঞ্চলটি তালিবানের পুরাতন দুর্গ হিসেবে পরিচিত ছিল। শনিবার রাতে তালিবান আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের মাধ্যমে শহরটি দখলে নেয়। আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর আরও তিনশ’ সদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। রোববার তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে তারা জানিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সীমান্ত অতিক্রম করে। বিবৃতিতে বলা হয়েছে, তাজিক বর্ডার গার্ডের মানবতা এবং প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাবের কারণে তারা আফগান সেনাদের কোনো বাধা ছাড়াই সীমান্ত দিয়ে তাজিকিস্তানে আশ্রয় দিয়েছে। এর আগে গত ২২ জুন তালিবান বিভিন্ন প্রদেশের তিনটি জেলাসহ তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত ‘শির খান বন্দর’ দখল করে নেয়। আন্তর্জাতিক গণমাধ্যমে এ ঘটনাকে গত দুই মাসের মধ্যে তালিবানের সর্বোচ্চ অর্জন হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার পর তাজিকিস্তান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ১৩০ জন আফগান সেনা সীমান্ত পার হয়ে তাদের দেশে আশ্রয় নিয়েছে। মার্কিন এবং ন্যাটো জোটের সৈন্যরা কাবুলের কাছের আন্তর্জাতিক প্রধান সামরিক ঘাঁটি বাগরাম ছেড়ে যাওয়ার মাত্র দু’দিন পর কান্দাহার প্রদেশের দক্ষিণের পানজওয়াই জেলার পতন ঘটেছে তালিবানের হাতে।
বাগরাম ঘাঁটি থেকে গত ২০ বছর ধরে আফগানিস্তানে তালিবান এবং এর মিত্র আল-কায়েদার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল মার্কিন ও ন্যাটো জোট।
এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হলে তালিবান ৬ থেকে ১২ মাসের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct