আপনজন ডেস্ক: মায়ানমারের নিরাপত্তা বাহিনী দেপাইন শহরে অভিযান চালিয়ে অন্তত ২৫ জনকে হত্যা করেছে। মায়ানমারের রাজধানী নেপিদো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে সাগাইং অঞ্চলের এ শহরে গত শুক্রবার এ ঘটনা ঘটে। সেখানে জান্তা বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ওই এলাকার এক বাসিন্দার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। তবে সহিংসতার ব্যাপারে সামরিক বাহিনীর মুখপাত্রের বক্তব্য জানতে চাওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যার ব্যাপারে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে।বিবিসি বার্মিজ নিউজ ওয়েবসাইট ও মায়ানমারের থান লুইন খেত নিউজ ২৫ জন নিহতের তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। তবে রয়টার্স এসব তথ্যের সত্যতা নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। এদিকে দেপাইন পিপলস ডিফেন্স ফোর্সেস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সংঘর্ষে তাদের ১৮ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছেন।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়নামারে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct