আপনজন ডেস্ক: রাজ্য সরকার করোনা বিধি নিষেধ শিথিল করে রাজ্যে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছে। সেইমতো ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বেসরকারি বাস চলার কথা থাকলেও তার পাত্তা নেই। এর ফলে সাধারণ মানুষের জোর সমস্যা হচ্ছে। তবে, এই বাস না চালানোর পিছনে বেসরকারি বাম মালিকদের সংগঠনগুলো বলছে, যেভাবে পেট্রোপণ্যের দাম বেড়েছ সেই তুলনায় বাস ভাড়া কম। তাই বাস ভাড়া বৃদ্ধি না করলে রাস্তায় বাস নামানো সম্ভব নয়।
কিন্তু নবান্ন থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তারা বাস ভাড়া বাড়ানোর পক্ষে নয়। তাই ভাড়া না বাড়িয়ে বাস নামাতে নারাজ বেসরকারি বাসের মালিকরা।
এবার তাই সমধানসুত্র বের করতে সোমবার বাস মালিকদের বৈঠকে ডেকেছে পরিবহণ দফতর। এই বৈঠকে ডাকা হয়েছে বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সুবার্বন বাস সার্ভিসেস, মিনিবাস আপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি, ওয়েস্ট বেঙ্গল অন্ড মিনিট বাস ওনার্স এসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট-সহ বেশকিছু সংগঠনকে।
বৈঠক ডেকে নবান্ন সমাধানসুত্র চাইলেও, বাস মালিক সংগঠনদের হুঁশিয়ারি ভাড়া না বাড়ালে কোনওভাবেই তারা বাস রাস্তায় নামাবে না। এই হুশিয়ারি প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘সমস্যার কথা আমরা জানি। সরকার বিষয়টা দেখছে। বাস মালিকদের আমরা বারবার বলেছি বাস চালাতে।’
সূত্রে জানা গিয়েছে, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের অধীনে রাজ্যে ৪২ হাজার বেসরকারি বাস চলে। সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাস নামবে কী করে? ৯৬ টাকা ডিজেলের লিটার। রাজ্য ও কেন্দ্র দুই সরকারকেই বলেছি ভাড়াবৃদ্ধি ছাড়া বিকল্প কোনও পথ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct