আকাল
চন্দনা দে সিনহা
______________
কলির কালে আকাল এল --
কী নিদারুণ দাপট তার
তিমির ঘন রাত্রি হল
কত প্রাণ হলো ছারখার।
প্রলয় নাচনে ভেসে গেল ---
সব সুর-তাল-ছন্দ -লয়
ঘোর কলিকাল এল আকাল
পৃথিবী আবার গদ্যময়।
বিশ্ব প্রলয় তাণ্ডবে কাঁপে
বুক করে থর থর
গৃহবন্দি সবাই এখন
বন্ধ দুয়ারে জড়।
লেলিহান শিখা ধেয়ে আসে
দুঃসহ বেগে ওই--
লক্ষ-কোটি শবের উপর
নাচছে তাথৈ থৈ,
অট্টহাস্যে তান্ডব নাচে
ভাসায় শবের তরী
রক্তচক্ষু মেলে আসে ওই
তামসী ভয়ংকরী,
স্তব্ধ ভুবন, নেই কোলাহল,
কোথাও নেইকো সাড়া
অন্তহীন শূন্যতাতে নিঝুম
সকল পাড়া,
ণিশিথ কুহেলি ধেয়ে আসে ওই সোনালী আকাশ ফুঁড়ে
ন্যায় -অন্যায় পাপ -অনাচার
সব রাখো সব দূরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct