রঞ্জনা
রফিকুল নাজিম
___________
আগের জন্মে সুবোধ ছিলাম
তাই তোমাকে পাইলাম না,
রঞ্জনা, আমি আসছি পাড়ায়
গুনায় কাউকে লইলাম না।
পাড়ার দাদারা কেলাতে এলে
আমিও কইলাম ছাড়মু না,
আগের জন্মের দহন জ্বালা
এই জন্মে পেতে চাইমু না।
পকেটে চিঠি হাতে গোলাপ
দাঁড়ায়া আছি গলির মুখে,
খোলা চুলে বারান্দায় আইসো
দেখমু তোমায় মনের সুখে।
তোমায় পাইতে জীবন বাজি
গুণ্ডা হইতেও রাজি তাই,
আগের জন্মের ভুল শুধিতে
এই জন্মেও তোমাকে চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct