বিশেষ প্রতিবেদক, দেগঙ্গা: উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা স্থানীয় জেলা পরিষদ সদস্য একেএম ফারহাদের উদ্যোগে দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নতমানের সাইলেন্ট জেনারেটর মেশিন বসতে চলেছে কয়েকদিনের মধ্যেই। শনিবার ফারহাদ সাহেব সরেজমিনে জায়গাটি পরিদর্শন করা এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক সৃঞ্জয় চন্দ্র, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ ভট্টাচার্য মহাশয়দের সাথে কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী সুনীলবরণ ঘোষ,হাজী এমদাদুল,নীলুপদ,সিরাজ,মিরাজ,মিন্টু, কুতুবউদ্দিন, সুব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। উল্লেখ করা যায় বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জেলা প্রশাসনের তৎপরতা এবং স্বাস্থ্য ভবন কর্তৃক ডিজিটাল এক্সরে মেশিনের কর্মক্রিয়া শুরু হতে চলেছে যা উক্ত গ্ৰামীণ এলাকার মানুষের সুবিধা হবে বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেন।
কর্মাধ্যক্ষ ফারহাদ বলেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং জেলাশাসক সুমিত গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ)ইন্দ্রনীল ভট্টাচার্য, সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক রহিমা মণ্ডল, সভাপতি মিন্টু দা সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্মকান্ড সফল হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্লক হাসপাতালটি সাধারণ মানুষের জন্য খুব ভালো পরিষেবা দিয়ে চলেছে। আরো উন্নতমানের চিকিৎসা পরিষেবার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ডিজিটাল এক্সরে মেশিনের বন্দোবস্ত করা হয়েছে বলে ফারহাদ জানান। এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্রী সুনীলবরণ ঘোষ বলেন, আমাদের এলাকার সার্বিক পরিস্থিতি বেশ ভালই। এই উন্নয়নে জেলা পরিষদ সদস্য ফারহাদ ভাইকে সাধুবাদ জানাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct