নাজিম আক্তার, চাঁচল: চাঁচলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে একাধিক বেসরকারি অবৈধ ল্যাব। প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমা ব্যবসা। যেখানে ভুল রিপোর্টে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে রোগীদের। অভিযোগ,প্রশাসন নিরব থাকায় দিন দিন এসব অবৈধ ল্যাবগুলো আরও বেপরোয়া হয়ে উঠছে।
এমনটাই অভিযোগ চাঁচল তৃণমূল ছাত্র পরিষদের।অবৈধ এই ল্যাব গুলো বন্ধের দাবিতে শনিবার সরব হলেন চাঁচলের তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরা। লিখিত আকারে দ্রুত ল্যঅব বন্ধের দাবি নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাসের হাতে স্মারকলিপি তুলে দিল তারা।স্মারকলিপি পেয়ে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন চাঁচলের সুপার।
তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলার সাধারণ সম্পাদক বাবু সরকারের অভিযোগ,দীর্ঘদিন ধরে শহরের বুকে আনাচে কানাচে ব্যঅঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি অবৈধ ল্যা বা স্বাস্থ্য পরীক্ষাগার।সাধারণ মানুষের কাছ থেকে দ্বিগুণ পরিমাণে অর্থ নিয়ে ভুয়ো রিপোর্ট দিচ্ছেন বলে অভিযোগ ছাত্র নেতার।তবে তিনি সরাসরি কোনো ল্যাবের নাম তোলেননি।
তিনি প্রাথমিকভাবে অনুমান করছেন চাঁচল শহরের একাধিক ল্যাবে ভুয়ো রিপোর্টের রমরমা কারবার চলছে।তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই ল্যাব বা অবৈধ পরীক্ষাগার যাতে বন্ধ হয় সেই নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দ্বারস্থ হয়েছেন এই ছাত্র নেতা বাবু সরকার।তার দাবি,অবিলম্বে অবৈধ ল্যাব গুলি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
এবিষয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস বলেন,আমরা ইতিমধ্যে দুয়েক-টি ল্যঅবে হানা দিয়েছি। কিন্তু ল্যাব কর্তৃপক্ষ আমরা যাওয়ার আগেই পালিয়ে যায়।চাঁচল শহরের বুকে যে সমস্ত ল্যাব রয়েছে।তাদের সকলের বৈধ নথিপত্র রয়েছে কিনা তা দেখা হবে। না থাকলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct