জৈদুল সেখ, কান্দি: দীর্ঘদিন ধরেই জীবন্তি থেকে শেরপুরের দশকিমি রাস্তার অবস্থা এতোটাই বেহাল অবস্থ যে সাধারণ মানুষের শুরু করে বাইক থেকে টোটো তাছাড়াও যাত্রীবাহী বাস যাওয়ার অযোগ্য হয়ে উঠেছে। এমন কী অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে ১০ মিনিটের রাস্তা এক ঘন্টার বেশি সময় লাগে। বর্তমানে বৃষ্টির জলে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, প্রায় বন্ধ করে হয়ে যাচ্ছে চলাচল। বিপাকে হাজার হাজার মানুষ। তবে নিরুপায় হয়ে বালি, পাথর বোঝায় ডাম্ফার লড়ি এই খানা খন্দ রাস্তা দিয়েই চলাচল করতে হয়! রাতের অন্ধকারে উল্টে যাচ্ছে ট্র্যাক। এমনকি দিনের বেলাতেও ঘটছে দূর্ঘটনা। শনিবার সকালে মহলন্দী বাজারে একটি ডাম্ফারের টায়ার ফেঁটে দশ জন আহত হয়। তাই কান্দি থানার অন্তর্গত মহলন্দী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা শনিবার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।
মহলন্দী এলাকার সাধারন মানুষের দাবি দীর্ঘদিন ধরে রাস্তা এতো খারাপ, বার বার প্রশাসন কে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না কেন? যদিও কান্দি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং মানবিক হয়ে কিছু ইট দিয়ে আপাতত চলাচল মতো ব্যবস্থা করলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ প্রসঙ্গে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, ‘জীবন্তি থেকে শেরপুরের রাস্তা সংস্করণের কাজে ২৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে! ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে।’
উল্লেখ্য শেরপুর বহরমপুর বীরভূম থেকে আসা শেরপুর রাস্তা হয়ে বহরমপুর মালদা যাওয়া গাড়িগুলো অতিরিক্ত বালি এবং পাথর ওভার লোডের ফলে অত্যাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ ১০ কিমি রাস্তা। যার ফলে নাজেহাল অবস্থা যানবাহন থেকে সাধারণ মানুষের, বার বার প্রশাসন জানিও কোনো শুরাহ না হওয়ায় এই অবরোধ। এখন দেখার বিষয় রাস্তার কাজ শুরু হয়েছে ঠিকিই কিন্তু সেটা কতোদিনের মধ্যে শেষ করে মানুষের দৈনন্দিন যাত্রা যন্ত্রনা থেকে মুক্তি দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct