আপনজন ডেস্ক: জাপানে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভয়াবহ ভূমিধ্বসের পর এবার দেশটিতে মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। দেশটির ওয়াকিনাওয়ার হাইরারা অঞ্চলের ৭৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। তখন এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত আছে কি-না, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, শনিবার সকালে জাপানে ভারী বৃষ্টির পর বড় ধরনের ভূমিধ্বস হয়েছে। এতে শহরটির অন্তত ২০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে, একটি পাহাড়ের ওপর থেকে প্রচণ্ড বেগে নেমে আসা কালো কাদা মাটির ঢল নেমে সমুদ্রের দিকে বয়ে চলেছে। কাদার তোড়ে কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে এবং মাটির নিচে চাপা পড়েছে।
প্রধানমন্ত্রী ইয়োশিহিডে সুগা এ ঘটনা মোকাবিলার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। জাপানের পুলিশ, দমকল বাহিনী এবং সামরিক বাহিনী এখন ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নিয়েছে।তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর তুরস্কে স্বামী, আত্মীয় অথবা ছেলেবন্ধুর হাতে ২৬৬ নারী নিহত হয়েছেন। আর চলতি বছরের প্রথম চার মাসে নিহত হয়েছেন ৯৫ মহিলা।
পার্লামেন্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঘরে নারীর প্রতি সহিংসতা প্রথম চার মাসে গত বছরের তুলনায় কমেছে। গত বছর প্রথম চার মাসে ঘরে নারীর প্রতি ৭৭ হাজার সহিংসতার ঘটনা ঘটেছিল। এ বছরের প্রথম চার মাসে তা কমে দাঁড়িয়েছে ৭৩ হাজারে। কিন্তু বেড়েছে হত্যার সংখ্যা।
এ সময়ের মধ্যে গত বছর ৭৩ জনকে হত্যা করা হয়েছিল। কিন্তু চলতি বছর এ চার মাসেই হত্যা করা হয় ৯৫ নারীকে। হত্যাকরীদের অধিকাংশই স্বামী বা ছেলেবন্ধু। এ ছাড়া অনেকে বাবা-মা, ভাইবোনদের হাতেও নির্যাতনের শিকার হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct