আপনজন ডেস্ক: কোপা আমেরিকায় আজ ভোরে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সঙ্গে নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র করে উরুগুয়ে। কিন্তু টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে উরুগুয়েকে বিদায় করে সেমিফাইনালের দেখা পেয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার টাইব্রেকার জয়ের নায়ক গোলকিপার ডেভিড ওসপিনা। উরুগুয়ের দুটি শট রুখে দেন তিনি। মাতিয়াস ভিনা ও হোসে হিমিনেজকে লক্ষ্যভেদ করতে দেননি তিনি।
আজকের ম্যাচটি দিয়ে কার্লোস ভালদেরামাকে টপকে কলম্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও (১১২ ম্যাচ) গড়লেন কলম্বিয়া গোলকিপার ডেভিড ওসপিনা। রেকর্ড গড়ার ম্যাচে দলকে সেমিফাইনালে তুলে উপলক্ষ্যটি স্মরণীয় করে রাখলেন ওসপিনা।ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে জমজমাট ফুটবল খেলতে পারেনি উরুগুয়ে ও কলম্বিয়া। মাঠে দুই দল প্রচুর পাস খেললেও গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। উল্টো মোট ২৮টি ফাউলে খেলার গতি থামিয়েছে দুই দল।
উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ প্রথমার্ধে মোটেও ভালো খেলতে পারেননি। বক্সের মধ্যে সহজাত দক্ষতায় গোলের সুযোগ তৈরি করতে পারেননি। আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ডকে খানিকটা ‘আনফিট’ লেগেছে। উরুগুয়ের আরেক তারকা স্ট্রাইকার এডিনসন কাভানিও আলো ছড়াতে পারেনি। বিরতির পর গোলের ভালো একটি সুযোগ নষ্ট করেন তিনি। তবে দুই দল যে গোলপোস্ট তাক করে শট নেওয়ার চেষ্টা করেনি তা নয়। উরুগুয়ে ৭টি শট নিয়ে ৩টি গোলপোস্টে রাখতে পেরেছে। কলম্বিয়ার ৩টি শট গোলপোস্টে রাখতে ৯টি শট নিতে হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct