আর এ মণ্ডল, ইন্দাস: মুম্বই কেন্দ্রিক ইসলামিক সংস্থা “দ্বীনিয়াত মুনাজ্জম মক্তব” এর ত্রৈমাসিক অধিবেশন অনুষ্ঠিত হল মঙ্গলবার ধানশিমলা রেলগেট সংলগ্ন জামে মসজিদে। বিকেলের এই সভায় প্রধান অতিথি ছিলেন বর্ধমান জেলা “দ্বীনিয়াত মুনাজ্জম মক্তব” এর জিম্মাদার মাওলানা আসিম ও মুফতি সালমান।তিনি বর্তমান প্রেক্ষাপটে দ্বীনিয়াত মুনাজ্জম মক্তবের গুরুত্ব, প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে কুরআন ও হাদীস ভিত্তিক আলোচনা করেন। মূলত ইখলাস ,কাজের প্রতি একাগ্র মনোভাব ও প্রশিক্ষণ নিয়ে আগামীতে এগিয়ে যাওয়ার কথা বলা হয়। উল্লেখ্য এই সংস্থার মূল উদ্দেশ্যই হল দুই শতাংশ মাদ্রাসা পড়ুয়া ব্যতীত আটানব্বই শতাংশ সাধারণ শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে কুরআন,হাদীস, আকাইদ,মাসাইল ও ইসলামিক ভাষাজ্ঞান সহ দ্বীনের মৌলিক বিষয়ে শিক্ষা দেওয়া। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার জিম্মাদার ক্বারী ফারুক আবদুল্লাহ সহ হাফিজ আশরাফ আলী, মাস্টার জামিলুর রহমান, মাস্টার মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, হাজী সেলিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী ফারুক আবদুল্লাহ।
তিনি বলেন যে “বর্তমানে বাঁকুড়া জেলায় দুটি ব্লকের পাঁচটি গ্রামে প্রশিক্ষণ প্রাপ্ত মুয়াল্লিম দ্বারা মক্তব চলছে এবং অতি অল্প সময়ের মধ্যেই দ্বীনিয়াতের কার্যক্রম গোটা জেলায় ছড়িয়ে পড়বে এব্যপারে আমরা আশাবাদী”।এদিন সভায় সেন্টার সহ সমস্ত মক্তবের জিম্মাদার অভিভাবক ও শিক্ষার্থীরা সহ প্রায় পঞ্চাশ দ্বীনি চেতনা সম্পন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক ছিলেন অত্র মসজিদের ইমাম হাফিজ আশরাফ সাহেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct