সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: সারেঙ্গার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থার ভোটাভুটি তে হাত ছাড়া হল বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত। কয়েকদিন আগেই বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের তিনজন বিজেপি সদস্য জেলা তৃণমূল ভবনে গিয়ে জেলা সভাপতি শ্যামল সাঁতরার হাত ধরে শাসক দলে যোগদান করেন। তারপর প্রশাসনের কাছে অনাস্থার জন্য আবেদন করে শাসক দল। আজ সেই মতো অনাস্থায় ভোটাভুটিতে অংশ নেয় তৃণমূল ও বিজেপি। অনাস্থায় আট তিনে এ পরাজিত হয় বিজেপি। উল্লেখ্য সারেঙ্গা ব্লকের ছয় টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এক মাত্র বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। গত পঞ্চায়েত ভোটে এই গ্রাম পঞ্চায়েত বিজেপি থেকে ৬ জন এবং নির্দল থেকে ২ জন এবং তৃণমূল থেকে ৩জন সদস্য নির্বাচিত হয়। আজ বিজেপির চার নির্বাচিত সদস্য এবং এক নির্দল শাসক দলে যোগদান করার ফলে সংখ্যালঘু হয়ে পড়ল বিজেপি। নিয়তি মাল মল্ল, শিবদাস সিং সুন্দরী কিস্কু হেম্ব্রম এবং বিজেপির আরো এক, নির্দলের এক সদস্য তৃণমূলের পক্ষে ভোট দেন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct