চাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে আজ বার্সেলোনা তাদের হোম ম্যাচে মুখোমুখি হয়েছিল টোটেনহাম হোটস্পরের এর সাথে।হোম ম্যাচ হলেও একটু চাপেই ছিল বার্সা। গত তিন ম্যাচ লালিগা তে বার্সা ক্রমাগতভাবে হেরেছে কিংবা ড্র করেছে। আজ প্রথম থেকেই বার্সা দারুন ছন্দে ছিল।অনেক দিন পর বার্সা তাদের সেই পুরানো ট্যাক্টিক্যাল ফুটবলের ঝলক দেখলো। ম্যাচের শুরুটা দারুন ভাবে করেছিল বার্সেলোনা।নৌ ক্যাম্পে আজ বার্সা 4-3-3 এবং টোটেনহুম 4-2-3-1 ফরমাশন এ খেলা শুরু করেছিল। খেলার শুরুতেই 2 মিনিটের মধ্যেই মেসির নিখুঁত পাসে জর্দি আলবা এর আসিস্টে হাফ ভলিতে গোল করেন ব্রাজিল তারকা কুটিনহ। এর পর 28 মিনিটের মাথায় মেসি এবার সরাসরি গোলের উদ্দেশে বল বাড়ায় কুতিনহকে , কুটিনহ শট ঠিক মতো না নিতে পারলে ও বল বাড়ায় রাকিতিচকে, আর তারপর এক সুন্দর ভলিতে স্কোর করে রাকিতিচ এবং বার্সেলোনা 2-0 গোলে এগিয়ে যায়। বার্সালেফট ব্যাক জর্দি আলবা এক কথায় দুরন্ত খেলে এবং বারবার আক্রমনে উঠে আসে। প্রথম অর্ধে জুড়ে বার্সার দাপট ছিল বেশি।দ্বিতীয়ার্ধের টোটেনহুম দারুণভাবে ফিরে আসে খেলায় । 52 মিনিটের মাথায় টোটেনহুম তারকা স্ট্রাইকার হ্যারি কেন একার দক্ষতায় বার্সার দুজন ডিফেন্ডার কে বোকা বানিয়ে নিজের প্রথম গোল করে, সাথে সাথে স্কোর 2- 1 হয়ে যায়। মেসির সাথে বারপোস্ট এর সম্পর্ক গত 4 ম্যাচ থেকেই এক অন্য রূপ নিয়েছে এবং আজ ও মেসির 2 টা শট বার পোস্টে লেগে ফিরে আসে। গত 4 ম্যাচ থেকে আজকের ম্যাচ নিয়ে মেসির 8-9 শট বার পোস্টে লেগে ফিরে আসে। অবশ্য আজকে মেসিকে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি। 56 মিনিটের মাথায় জর্দি আলবার সাথে 1:1 পাশ খেলে এই তারকা স্ট্রাইকার নিজের প্রথম গোল করে ফেলেন মেসি তার সুবাদে 3- 1 গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের 66 মিনিটে আর্জেন্টিনা তারকা এরিক লামেলার নিখুঁত ফিনিশে টোটেনহুম 2-3 বার্সেলোনা স্কোর হয়ে যায়। এরপর রীতিমতো নিজেদের মধ্যে সুন্দর পাসিং ফুটবল খেলে । বার্সেলোনা রীতিমত নিজেদের দখলে বল রাখে ম্যাচ জুড়ে , প্রায় 59% বল পজিশন থাকে শেষ অবধি বার্সেলোনার।ম্যাচের একেবারে শেষের দিকে আবার ও সেই মেসি এবং জর্দি আলবার যুগলবন্দী এবং মেসির নিখুঁত ফিনিশ।সাথে সাথে মেসির জোড়া গোল এবং বার্সেলোনা 4-2 গোলে এগিয়ে যায়।গত মাচগুলিতে স্প্যানিশ লিগে বার্সা জিততে না পড়লেও চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো।ম্যাচ শেষে স্কোর বার্সেলোনা 4-2 টোটেনহুম। এরই সাথে বার্সা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ B তে টানা দুই ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখল। (A. H)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct