কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং: শুক্রবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডলের সহযোগিতা বিভিন্ন প্রজাতির ২ হাজার চারা গাছ ও মাস্ক তুলে দেওয়া হয় সাধারণ মানুষজনকে। এদিন মাস্ক ও বিভিন্ন প্রজাতির চারা গাছ সাধারণ মানুষজনের হাতে তুলে দেন জয়নগরকেন্দ্রের সাংসদ তথা জেলা মহিলা তৃণমূলের সভাপতি প্রতিমা মন্ডল, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী, ক্যানিং-১ পঞ্চায়েতে সমিতির সভাপতি অনিমা মিস্ত্রি,সহ সভাপতি শ্যামলেন্দু মন্ডল প্রমুখ বিশিষ্টরা। এদিন মেহগনি, গামার, ডালিম সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এবং বিগত বছর গুলিতে ঘূর্ণিঝড়ে সুন্দরবনে বিভিন্ন প্রজাতির গাছ নষ্ট হয়। ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এমন ধরনের অভিনব উদ্যোগ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের। সাংসদ প্রতিমা মন্ডল বলেন, সুন্দরবনে ঘূর্ণিঝড় এর হাত থেকে রেহাই পেতে আমাদের একটাই লক্ষ্য বৃক্ষরোপণ করা। বৃক্ষ আমাদের একমাত্র ভরসা একটি গাছ একটি প্রাণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct