নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: মরা মহানন্দায় মাগুরা স্লুইস গেটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই বন্ধুর। আহত হয়েছেন আরো একজন। তাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।মৃ ত দুই যুবকের নাম বিবেক রওশন(২১) ও আসিফ হোসেন (২২)।আহত হয়েছেন আনোয়ার হোসেন (১৯) নামে এক যুবক। তিন জনের বাড়ি রতুয়া-২ নং ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। দুই যুবকের অকাল মৃত্যুতে পীরগঞ্জ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।মৃত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান পুলিশ।
তবে মূলত অসাবধানতার জন্য প্রাণ যাচ্ছে মাগুরার স্লুইস গেটে। জানা গেছে দীঘার স্বাদ মেটাতে এখানে ভিড় জমান ভ্রমণপিপাসুরা। অনেকেই আবার দীঘার স্বাদ মেটাতে জলে নেমে পড়েন। কিন্তু অভিযোগ এখানে প্রশাসনিক তরফে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। তাই নিয়ন্ত্রণ নেই স্লুইস গেটে করা নামছে জলে। শুক্রবার স্নান করতে গিয়ে প্রাণ দিয়ে তার খেসারত দিতে হল দুই যুবককে। এদিন বিকেলে তিন বন্ধু বাইকে চেপে স্নান করতে এসেছিলেন মাগুরা স্লুইস গেটে। কিন্তু স্লুইস গেটের প্রবল তোড়ে জলের তলায় তলিয়ে যায়। স্থানীয়রা একজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও দুই যুবককে উদ্ধার করতে পারেনি। খবর দেওয়া হয় পুখুরিয়া থানায়। পুখুরিয়া থানার ওসি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে।দু ই যুবককে খুঁজতে নামানো হয় নৌকা ও ডুবুরি। প্রায় তিন ঘন্টা তল্লাশি চালানোর পর দুই যুবকের মৃত দেহ উদ্ধার হয়।
এই দুই যুবকের মৃত্যুতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতদিন সরকারি নজরদারি না থাকায় আশঙ্কা করছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এই ঘটনার পর এখন প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চলছে। কেউ মাগুরা স্লুইস গেটে স্নান করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চাঁচলের এসডিও সঞ্জয় পাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct