আপনজন ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে দেশে ফেরেনি ভারত ক্রিকেট জাতীয় দল। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ছুটি কাটাচ্ছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। একই সময়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতের আরেকটি দল। নিঃসন্দেহে ভারত তাদের সেরা দল পাঠায়নি। বিষয়টি পছন্দ হয়নি অর্জুনা রণতুঙ্গার। দ্বিতীয় সারির দলের বিপক্ষে খেলাটা অপমানজনক মনে করছেন শ্রীলঙ্কার প্রাক্তন এই অধিনায়ক।
শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আগামী ১৩ই জুলাই থেকে টি- টোয়েন্টি ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে শেখর ধাওয়ান নেতৃত্বাধানী ভারত দল। মূলত এই সফরের জন্য বেছে নেয়া হয়েছে তারুণ্য নির্ভর দল। যে দলটির কোচ হিসেবে আছেন রাহুল দ্রাবিড়।
কিন্তু শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রণতুঙ্গা বিষয়টি মানতে পারছেন না। তার ক্ষোভ অবশ্য ভারতের ওপরে নয়। এই দলের সঙ্গে সিরিজ খেলতে রাজী হওয়ায় রণতুঙ্গা কাঠগড়ায় তুলছেন নিজ দেশের ক্রিকেট কর্তাদের। তিনি মনে করছেন, ভারতের কাছে নতজানু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
রানাতুঙ্গা বলেন, ‘এটা দ্বিতীয় সারির ভারতীয় দল এবং তাদের এখানে সফরে আসা আমাদের ক্রিকেটের জন্য অপমান। আমি দায় দেবো বর্তমান ক্রিকেট প্রশাসনকে। টিভিতে খেলা দেখিয়ে আয় করার জন্য তারা এতে রাজি হয়েছে। ভারত তাদের সেরা দল পাঠিয়েছে ইংল্যান্ডে, দুর্বলতর দল পাঠিয়েছে এখানে। আমাদের বোর্ডকেই এই দায় নিতে হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct